একুশে ফেব্রুয়ারির পোশাকে থাকবে ইতিহাসের ছোঁয়া

একুশে ফেব্রুয়ারির পোশাকে থাকবে ইতিহাসের ছোঁয়া

Other

আর দু’দিন বাদেই অমর একুশে ফেব্রুয়ারি। এদিন ফুল নিয়ে সাদা-কালো পোশাকে শিশু-বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সী মানুষ মিশে যাবে প্রভাত ফেরিতে। বাঙালির অহংকারের এই দিন ঘিরে এজন্য দেশীয় ফ্যাশন হাউজগুলোয়ও থাকে বিশেষ প্রস্তুতি। এবারো পোশাকের জমিনে ডিজাইনাররা ফুটিয়ে তুলেছেন বাংলা ভাষা ও আন্দোলনের ইতিহাস।

একরঙা কাপড়ের জমিনে বাংলা বর্ণমালা যেন মনে করিয়ে দেয় বায়ান্নোকেই। আবার একুশের পঙ্তিমালা যখন জড়ো হয় কবিতায় সে কাব্যেও যেন পোশাক হয়ে উঠে অনন্য।

অমর একুশের চেতনা বাঙালি সংস্কৃতিতে এতটাই গভীর যে, শুধু মায়ের মুখের ভাষাতেই নয়, একুশের গৌরবগাথা ফুটে ওঠে পোশাকেও। এবারও ফ্যাশন হাউজগুলোয় পোশাকে যুক্ত হয়েছে একুশের গান, কবিতা, স্লোগান ও বাংলা ভাষায় রচিত বিভিন্ন পঙ্ক্তি।

ফুটে উঠেছে বাঙালির নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য।

আরও পড়ুন:


কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৩ শিক্ষার্থী নিহত

সীমান্ত এলাকা থেকে সেনাদের ফিরিয়ে আনছে মিয়ানমার

পর্যটনে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি বিনিয়োগকারীরা

মঙ্গলের বুকে নাসার পারসিভারেন্স


শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ, টি-শার্ট কিংবা বাচ্চাদের শার্ট সব যেনো ভাষা আন্দোলনের মহিমায় উজ্জ্বল। তবে পোশাকে যেন সঠিক ইতিহাস, গৌরব, শ্রদ্ধা চাপা পড়ে না যায়, সেদিকেও গুরুত্ব দিলেন অনেকে।

পোশাক জুড়ে একুশের এমন আবেগ, জাগিয়ে তুলুক প্রজন্মকে। সব বিভেদ ভুলে নবীন-প্রবীনের মেলবন্ধনে প্রাণের একুশ হয়ে উঠুক বাঙালীর যুগলবন্দীর সুর।

news24bd.tv আহমেদ