ম্যাচ  ফিক্সিং : আইসিসির নজরদারিতে তিন বাংলাদেশি ক্রিকেটার

ম্যাচ ফিক্সিং : আইসিসির নজরদারিতে তিন বাংলাদেশি ক্রিকেটার

অনলাইন ডেস্ক

আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টেন লিগে জমজমাট জুয়ার ব্যবসা হয়েছে বলে জানতে পেরেছে আইসিসির দুর্নীতি দমন কমিশন আকসু। এবার তাই আইসিসির নজরদারিতে পড়েছেন বাংলাদেশের তিনজন ক্রিকেটার।  

টি-টেন লিগের খেলা শুরুর আগেই ভারতীয় বংশোদ্ভূত আমিরাতের ক্রিকেটার সানডে সিংকে বায়োসিকিউর বাবল থেকে বের করে দেয় আইসিসির দুর্নীতি দমন বিভাগের (এসিইউ) কর্মকর্তারা। কেন? কারণ জানা গেছে লিগের খেলা শেষে।

‘মোট পাঁচজন ক্রিকেটারের বিরুদ্ধে নতুন করে তদন্ত (ফিক্সিংয়ের) করছে আকসু। যেখানে তিনজন বাংলাদেশি ক্রিকেটারের নামও শোনা যাচ্ছে। ’ খবর দৈনিক সমকাল

পুনে ডেভিলসে খেলা মনির হোসেনের সঙ্গে টুর্নামেন্ট চলাকালেই কথা বলেছেন আকসু কর্মকর্তারা। মারাঠা অ্যারাবিয়ান্সে খেলা সোহাগ গাজী ও মুক্তার আলীর ওপরও আকসু নজর রেখেছে।

 

যদিও সোহাগ গাজীর দাবি, আকসুর কোনো কর্মকর্তার সঙ্গে তার কথা হয়নি। আর এ বিষয়ে জানতে ফোন করা হয় মুক্তার আলীকে। তবে তার ফোন বন্ধ পাওয়ায় যায়, ফলে মুক্তারের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

বৃহস্পতিবার এ বিষয়ে জানতে চাইলে মনির বলেন, ‘শেষ ম্যাচে ফিল্ডিং করতে গেলে হাতে ব্যথা পেয়েছিলাম। ব্যথা নিয়েই কেন বোলিং করেছি, সেটা জানতে চেয়েছিলেন আকসু কর্মকর্তারা। আমাকে জানানো হয়েছে, যোগাযোগ করা হলে যেন সহযোগিতা করি। ’ 

তবে টি-টেনে খেলা জাতীয় দলের সাবেক এক ক্রিকেটার জানান, ‘মনিরকে একটি ডেলিভারি নিয়ে প্রশ্ন শুরু করেছিল। এ ছাড়া তার মোবাইলও পরীক্ষা করা হয়েছিল। জানতে চাওয়া হয়েছে তার এজেন্টের নামও। ’


দেশের ব্যাংকসহ ১৯ সংস্থার ডাটা চুরি হ্যাকার গ্রুফের

ক্ষমার অযোগ্য অপরাধ শিরক

কবর আজাব থেকে বাঁচতে যে দুয়া বিশ্বনবি শিখিয়েছেন

দুনিয়ার শ্রেষ্ঠ ‌`জুমার’ দিনে যা করবেন


সোহাগ গাজীর সঙ্গে এ নিয়ে কথা হলে তিনি বলেন, ‘ঢাকা থেকে যাওয়ার আগেই বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটের কর্মকর্তারা আমাদের ব্রিফ করেছেন। ওখানে যাওয়ার পর থেকেই থাকতে হয়েছে বায়োসিকিউর বাবলে। হোটেলেই থাকতেন আকসু কর্মকর্তারা। বাইরের কারও সঙ্গে যোগাযোগের কোনো সুযোগ ছিল না। আকসু কর্মকর্তারাও কিছু জানতে চাননি। আর খেলা শেষ করে আমরা তিনজন (গাজী, মুক্তার ও মোসাদ্দেক) দুবাইয়ে চলে এসেছিলাম। আকসু প্রয়োজন মনে করলে ডাকতে পারে। কখনও ডাকলে কথা বলতে সমস্যা নেই। ’

আবুধাবি টি-টেন লিগ আইসিসি অনুমোদিত বিশ্বের প্রথম দশ ওভার ক্রিকেটের টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের খেলাগুলোকে কড়া নজরদারিতে রেখেছে এসিইউ। যে কারণে ২০১৮ সালের আসরে ফিক্সিং-কাে জড়িত প্রমাণ পাওয়ায় সিন্ধ দলের অন্যতম মালিক দিপক আগারওয়ালকে নিষিদ্ধ করেছে আইসিসি। এই সেই দিপক আগারওয়াল, যিনি সাকিব আল হাসানকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন। করোনার কারণে ২০২০ সালে টি-টেন লিগ পিছিয়ে অনুষ্ঠিত হয়েছে এ বছর ২৮ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আট দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নর্দান ওয়ারিয়র্স। ফাইনালে দিল্লি বুলসকে ৮ উইকেটে হারায় তারা। তবে করোনাকালে ক্রিকেটের এই উৎসবও কলঙ্কমুক্ত থাকতে পারেনি।

news24bd.tv/আলী