ফেসবুকের পদক্ষেপে ভীত নয় অস্ট্রেলিয়া: স্কট মরিসন

ফেসবুকের পদক্ষেপে ভীত নয় অস্ট্রেলিয়া: স্কট মরিসন

অনলাইন ডেস্ক

গণমাধ্যমকে মুনাফার ভাগ দেওয়ার আইন নিয়ে দেশটির সরকারের সঙ্গে টানাপড়নের জেরে অস্ট্রেলিয়ায় খবর প্রচার, দেখা বা শেয়ার করার সুযোগ বন্ধ করে দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ। তবে এ নিয়ে তারা ভীত নন বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

ফেসবুকের এমন কর্মকাণ্ডকে ঔদ্ধত্যপূর্ণ বলেও উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। জানা যায়, সংবাদ মাধ্যমের পেইজের সঙ্গে অস্ট্রেলিয়া সরকারের স্বাস্থ্য, জ্বালানিসহ বিভিন্ন দপ্তরের পেইজও বন্ধ করে দিয়েছিল ফেইসবুক।

অবশ্য পরে তারা দাবি করেছে, সরকারি পেইজ বন্ধ করা হয়েছিল ভুল করে।


১৪ বছরের গরুর বিশ্বরেকর্ড!

মিয়ানমারে গাড়ি নষ্টের অজুহাতে সড়ক অবরোধ

অবশেষে জনসম্মুখে কিম জং উনের স্ত্রী

শূকর ব্যবসায় অর্জিত অর্থ খেয়ে গেল উইপোকায়!


অস্ট্রেলিয়ার বাইরে থাকা মানুষরাও দেশটির কোনো গণমাধ্যমের খবর ফেইসবুকে খুঁজে পাচ্ছেন না। ফেইসবুক কর্তৃপক্ষের নাটকীয় এই পদক্ষেপের ফলে অস্ট্রেলিয়ার নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া নিয়েই উদ্বেগ তৈরি হয়েছে।

news24bd.tv / নকিব