আক্তার হোসেন হত্যার মূল কারণ অর্থ লেনদেন, ধারণা পুলিশের

আক্তার হোসেন হত্যার মূল কারণ অর্থ লেনদেন, ধারণা পুলিশের

Other

মাদক ব্যবসায়ী বারেকসহ দুই জনকে আটক হলেও এখনও জানা যায়নি দারুসসালামের উত্তর পাড়ার বাসিন্দা আক্তার হোসেনকে হত্যার কারণ। পুলিশের ধারণা, আর্থিক লেনদেনের জেরে ঘটতে পারে এ হত্যাকাণ্ড। তবে পাড়া-প্রতিবেশিরা বলছেন, মাদক ব্যবসায়ীরাই হাত পা-বেধে খুন করেছে আক্তারকে।  

রাজধানীর দারুস সালামের উত্তর পাড়া এলাকার এই বাসায় বুধবার খুন হন ৫৫ বছর বয়সী আক্তার হোসেন।

হাত পা বাধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।  

বাড়িওয়ালা ও প্রতিবেশীরা সাথে জানান, ৫ মাস আগে এই বাসায় ওঠেন আক্তার। সবার সাথে তার ভাল সখ্যতাও ছিল। তবে আক্তারের বোন ছাড়া অন্য কাউকে এ বাসায় আসতে দেখেননি তারা।

 

একই বক্তব্য তার স্বজনদেরও। তাদের দাবি, ঝামেলা থেকে সব সময় দুরে থাকতেন আক্তার। আক্তারের ভাগ্নে আহসান উল্লাহ বলছেন, আমার মামা নিরীহ একজন মানুষ। তার সাথে এমন একটি ঘটনা ঘটবে এমনটা চিন্তাই করা যায় না।

আরও পড়ুন:


শারীরিক নানা সমস্যা নিয়ে ‘ফিরোজা’য় নিঃসঙ্গ খালেদা জিয়া

টিকা সাফল্যে বাংলাদেশ, মনিটর করছেন প্রধানমন্ত্রী

একুশে ফেব্রুয়ারির পোশাকে থাকবে ইতিহাসের ছোঁয়া

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৩ শিক্ষার্থী নিহত


পুলিশ এরইমধ্যে এই হত্যায় জড়িত থাকার অভিযোগে বারেকসহ দুইজনকে গ্রেফতারও করেছে। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেড় ধরে  ঘটানো হয়েছে এই হত্যাকান্ড।

দারুস সালাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ জানান, যেহেতু হাতপা বাঁধা অবস্থায় আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে সে হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে।

নিহতের ভাগ্নে বাদি হয়ে বৃহস্পতিবার দুপুরে দারুসসালাম থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

news24bd.tv আহমেদ