সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষার ব্যবহারে ক্ষতির মুখে তরুণরা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষার ব্যবহারে ক্ষতির মুখে তরুণরা

Other

শিক্ষা ব্যবস্থার ত্রুটি  ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে অসচেতনতা কেবল মাতৃভাষা বাংলাতেই নয়, বিপর্যয় ঘটাচ্ছে অন্য ভাষাতেও। যার বিরূপ প্রভাব পড়ছে তরুণ প্রজন্মের উপর।

এমনটাই মত লেখক, গবেষক এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হকের। তাঁর মতে, ইতিহাসের সঙ্গে তরুণদের সংযুক্তি ঘটাতে না পারলে স্রোতের শ্যাওলা হয়ে ভাসতে হবে বিশ্ব দরবারে।

মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ। ইতিহাসের এই প্রসঙ্গ আসলেই সবার আগে উচ্চারিত হয় বাঙালি জাতির নাম, বাংলাদেশের নাম।

আরও পড়ুন:


আক্তার হোসেন হত্যার মূল কারণ অর্থ লেনদেন, ধারণা পুলিশের

শারীরিক নানা সমস্যা নিয়ে ‘ফিরোজা’য় নিঃসঙ্গ খালেদা জিয়া

টিকা সাফল্যে বাংলাদেশ, মনিটর করছেন প্রধানমন্ত্রী

একুশে ফেব্রুয়ারির পোশাকে থাকবে ইতিহাসের ছোঁয়া


জ্ঞান, উপলব্ধি আহরণ এবং চেতনার বিকাশ সবকিছুর কেন্দ্রবিন্দুতেই রয়েছে এই মাতৃভাষার অবদান। কিন্তু আধুনিকতার নামে দিনকে দিন বিকৃত হচ্ছে মায়ের মুখের ভাষা।

যার জন্য শিক্ষা পদ্ধতিকে দায়ি করছেন লেখক, গবেষক এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক।

তিনি বলছেন, উন্নত তথ্য প্রযুক্তির অপব্যবহারের ফলে যে শুধুমাত্র বাংলা ভাষা বিকৃত হচ্ছে তা নয়, বিপর্যয় ঘটছে অন্যান্য ভাষারও।

ইতিহাসের সঙ্গে তরুণদের সংযুক্তি ঘটাতে পারলেই দৃঢ় হবে নিজ স্বকীয়তা, নিজস্ব সত্ত্বা। নইলে স্রোতের শ্যাওলা হয়ে ভাসতে হবে বিশ্ব দরবারে, এমনটাই মনে করেন গবেষক মফিদুল হক।

news24bd.tv আহমেদ