সাকিব আইপিএল-এ খেললে চুক্তি বাতিল করা হোক

সাকিব আইপিএল-এ খেললে চুক্তি বাতিল করা হোক

Other

আইপিএল খেলা না খেলা অতি অবশ্যই সাকিবের ব্যাপার। সে যদি শ্রীলঙ্কার সাথে টেস্ট না খেলে আইপিএল খেলতে চায়, সেটা তার ব্যাপার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাকে অনুমতি দিয়েছে।

এখন আমার প্রশ্ন হচ্ছে - সাকিবকে তো মাসে মাসে লাখ লাখ টাকা বেতন দেয়া হয়।

সে তো কেন্দ্রীয় চুক্তির আওতায় আছে। জগতের সব জায়গায় গিয়ে খেলুক। আপত্তি নেই। কিন্তু তার চুক্তি বাতিল করা হোক।
ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা এই কারণেই  কেন্দ্রীয় চুক্তিতে থাকে না।

আরও পড়ুন:


আইপিএল খেলতে মোস্তাফিজেরও বাধা নেই

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

আক্তার হোসেন হত্যার মূল কারণ অর্থ লেনদেন, ধারণা পুলিশের

শারীরিক নানা সমস্যা নিয়ে ‘ফিরোজা’য় নিঃসঙ্গ খালেদা জিয়া


সাকিবকে অনুমতি দিয়ে বিসিবি খুব খারাপ দৃষ্টান্ত স্থাপন করল। ছেলেপেলেরা এখন আর কেউ টেস্ট খেলতে চাইবে না। সবাই সাকিবের মতো আইপিএল খেলতেই চাইবে। কিংবা আইপিএলে চান্স না পেলেও পাকিস্তান, আফগানিস্তান কিংবা শ্রীলংকা লীগে গিয়ে খেলবে! 

আফগানিস্তান - ওয়েস্ট ইন্ডিজের সাথেও আমরা টেস্টে  নিজেদের মাটিতে নাকানিচুবানি খাই তো আর এমনি এমনি না। অথচ অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা টেস্ট খেলার জন্য কোটি কোটি টাকার আইপিএল অফার ফিরিয়ে দেয়।

আমিনুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষক, অস্ট্রিয়া। (ফেসবুক থেকে)

news24bd.tv আহমেদ