বগুড়ায় বঙ্গবন্ধু ম্যারাথনে ৫ হাজারের বেশি মানুষের অংশগ্রহণ

বগুড়ায় বঙ্গবন্ধু ম্যারাথনে ৫ হাজারের বেশি মানুষের অংশগ্রহণ

Other

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে অংশ নিয়েছে ৫ সহস্রাধিক মানুষ। শুক্রবার শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে শুরু হয়ে মাটিডালী বিমানমোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার আয়োজনে, সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের সহযোগিতায় নানা শ্রেণীপেশার মানুষ অংশ গ্রহণ করেন।

সকাল ১০ টায় জিলা স্কুল চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


১৪ বছরের গরুর বিশ্বরেকর্ড!

মিয়ানমারে গাড়ি নষ্টের অজুহাতে সড়ক অবরোধ

অবশেষে জনসম্মুখে কিম জং উনের স্ত্রী

শূকর ব্যবসায় অর্জিত অর্থ খেয়ে গেল উইপোকায়!


সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এই ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় আড়াই হাজার মানুষ রেজিষ্ট্রেশন করলেও ৫ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। দৌড় প্রতিযোগিতা শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে ২০ জনকে পুরস্কার প্রদান করা হয়।

news24bd.tv / নকিব