রুপার্ট মারডকের সাথে গুগলের সংবাদ বিনিময় চুক্তি

রুপার্ট মারডকের সাথে গুগলের সংবাদ বিনিময় চুক্তি

অনলাইন ডেস্ক

নিউজ কর্পোরেশনের আওতাধীন সংবাদমাধ্যমগুলো থেকে সংবাদ নিয়ে গুগলের নিউজ প্লাটফর্মে বৈধভাবে প্রকাশ করতে মিডিয়া মোগল রুপার্ট মারডকের সাথে চুক্তি করেছে গুগল।

এ চুক্তির ফলে বড় আর্থিক লেনদেনের মাধ্যমে নিজেদের খবরগুলো গুগলের সঙ্গে বিনিময় করবে বলে জানিয়েছে মারডকের মালিকানাধীন মার্কিন বহুজাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান নিউজ কর্পোরেশন।

নিউজ কর্পোরেশনের অধীনে থাকা সংবাদমাধ্যম ও প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে দ্য সান,দ্য টাইমস,দ্য ওয়ালস্ট্রিট জার্নাল ও দ্য অস্ট্রেলিয়ান ।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর তৃতীয় কোনো প্লাটফর্মে প্রকাশের ক্ষেত্রে অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে সম্প্রতি অর্থ পরিশোধ সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলছে।

এমন পরিস্থিতিতে গুগল ইতোপূর্বে কয়েকটি সংবাদ প্রকাশনা প্রতিষ্ঠানকে খবর প্রকাশের বিনিময়ে অর্থ পরিশোধ প্রক্রিয়া শুরুর কথা।


১৪ বছরের গরুর বিশ্বরেকর্ড!

মিয়ানমারে গাড়ি নষ্টের অজুহাতে সড়ক অবরোধ

অবশেষে জনসম্মুখে কিম জং উনের স্ত্রী

শূকর ব্যবসায় অর্জিত অর্থ খেয়ে গেল উইপোকায়!


দুই পক্ষের মধ্যে করা এই চুক্তির মেয়াদ থাকবে তিন বছর। এই সময়টাতে সংবাদমাধ্যমের বিজ্ঞাপন থেকে আসা লভ্যাংশ উভয় পক্ষই ভাগাভাগি করবে। একই সঙ্গে ইউটিউব ভিত্তিক ভিডিও সাংবাদিকতাও তারা বিনিয়োগ করবে।

news24bd.tv / নকিব