প্রয়োজনে সেনাবাহিনীর ক্রিকেট টিম খেলবে

প্রয়োজনে সেনাবাহিনীর ক্রিকেট টিম খেলবে

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ বাদ দিয়ে আইপিএল খেলতে চেয়েছেন সাকিব আল হাসান। অনেক আলোচনার পর তাকে ছুটি দিয়েছে বোর্ড....।

একইপথে দেশের জন্য খেলা বাদ দিয়ে বানিজ্যিক খেলায় অংশ নিতে যারা ছুটি চেয়েছে বা চাইলে তাকেও অনুমতি দেবে ক্রিকেট বোর্ড। তারা কাউকে জোর করবে না দেশের জন্য খেলায় অংশ নিতে।

ধন্যবাদ ক্রিকেট বোর্ড।


১৪ বছরের গরুর বিশ্বরেকর্ড!

মিয়ানমারে গাড়ি নষ্টের অজুহাতে সড়ক অবরোধ

অবশেষে জনসম্মুখে কিম জং উনের স্ত্রী

শূকর ব্যবসায় অর্জিত অর্থ খেয়ে গেল উইপোকায়!


এবার আসি মূল কথায় সাকিবসহ এমন আরও যারা দেশের স্বার্থ বাদ দিয়ে ব্যক্তিগত স্বার্থে বাণিজ্যিক খেলায় অংশ নিতে চায়, তাদের জাতীয় দল থেকেই চিরতরে বাদ দিয়ে দিন। তখন হয়ত টানা কয়েকটি ম্যাচ বাংলাদেশ হারবে,তাতে সমস্যা নাই আমরা খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও ৯ বছর পর দেশের মাটিতে হেরেছি। তবুও যারা দেশের জন্য একনিষ্ঠ তাদের নিয়ে জাতীয় দল হোক,কাউকে না পাওয়া গেলে প্রয়োজনে সেনাবাহিনীর ক্রিকেট টিম খেলবে।

news24bd.tv / নকিব