নরসিংদীর সার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
৫ ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে

নরসিংদীর সার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

Other

নরসিংদীর ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার নির্মানাধীন অ্যামুনিয়া ফ্যক্টরী ভবনের পাইলিংয়ের সময় তিতাস গ্যাসের পাইপলাইন ফুটো হয়ে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।  

শুক্রবার দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট। বিকালে ৫ টায় তিতাস গ্যাস কোম্পানীর লোকজন ঘটনাস্থলে পৌঁছেছে বাল্ব স্টেশন থেকে সংযোগ বন্ধ করে এই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তবে এঘটনায় কোন হতাহত নেই।

নরসিংদীর ফায়ার সার্ভিস ইউনিটের উপ-পরিচালক নুরুল ইসলাম জানান, সকালে ঘোড়াশাল সার কারখানা অভ্যন্তরে প্রতিষ্ঠানটির নব-নির্মিতব্য অ্যামুনিয়া ফ্যক্টরি ভবনের পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। বেলা ১২টার দিকে পাইলিং তিতাস গ্যাসের পাইপ লাইনে পৌঁছলে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় আশরাফ ট্রেড প্রতিষ্ঠানের একটি পাইলিং মেশিন পুড়ে যাওয়া ছাড়া অন্য কোন ক্ষয়ক্ষতি হয়নি।


১৪ বছরের গরুর বিশ্বরেকর্ড!

মিয়ানমারে গাড়ি নষ্টের অজুহাতে সড়ক অবরোধ

অবশেষে জনসম্মুখে কিম জং উনের স্ত্রী

শূকর ব্যবসায় অর্জিত অর্থ খেয়ে গেল উইপোকায়!


news24bd.tv / কামরুল