প্রবল তুষারপাতে আটকা পর্যটকদের উদ্ধার করল সেনা

প্রবল তুষারপাতে আটকা পর্যটকদের উদ্ধার করল সেনা

অনলাইন ডেস্ক

সিকিমের ভারত-চিন সীমান্তে নাথু লা-গ্যাংটক রোডে তুষারপাতে আটকে পড়া ৪৪৭ পর্যটককে উদ্ধার করা হয়েছে। তাদেরদের খাবার এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে

ভারতীয় গণমাধ্যম সূত্র জানায়, গত কয়েক দিন ধরেই সিকিমে প্রবল তুষারপাত হচ্ছে। ঠান্ডার আমেজ উপভোগ করতে প্রতি বছর বহু পর্যটক উত্তর সিকিমে ঘুরতে যান। এ বারও প্রচুর পর্যটক গিয়েছেন সেখানে।

কিন্তু বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাস্তায় আটকে পড়েন বহু পর্যটক।

আরও পড়ুন:


স্বামীকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে পরকীয়া, প্রেমিক ধরা

পরকীয়া প্রেমিকের হারিয়ে যাওয়া ফোনে স্বামী হত্যার রহস্য ফাঁস

পরকীয়া প্রেমিকাসহ ধরা যুবদল নেতা

পরকীয়া প্রেম: রাতভর আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ


সেনা সূত্রে জানানো হয়েছে, ১৫ কিলোমিটার নাথু লা-গ্যাংটক রোডে দেড় শতাধিক গাড়ি আটকে পড়েছিল। খবর পাওয়া মাত্রই সেখানে জওয়ানরা পৌঁছে সব পর্যটককে উদ্ধার করেন।

আবহাওয়া দুর্যোগপুর্ণ থাকায় উদ্ধারে সমস্যার মুখে পড়তে হয়েছিল ঠিকই, কিন্তু সব পর্যটককে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে।

এই ঘটনায় হতাহতের কোনও ঘটনাটি ঘটেনি বলেও সেনা সূত্রের খবর।

এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে সেনা জানিয়েছে, উদ্ধার হওয়া পর্যটকদের খাবার এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে ২৬ জন অসুস্থ হয়ে পড়ায় তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র- আনন্দবাজার

news24bd.tv তৌহিদ