রাজশাহীতে পাটের উৎপাদন ও রপ্তানি বেড়েছে

Other

সুদিন ফিরছে পাটের। গত তিন বছর ধরে পাটের উৎপাদন ও রপ্তানি আয় দু-ই বেড়েছে রাজশাহী অঞ্চলে। বিশ্বব্যাপী পাটের তৈরি জিনিসের চাহিদা বাড়ছে। রপ্তানি আদেশও আসছে আগের চেয়ে বেশি।

গত এক সপ্তাহে পাটের দাম অতীতের সব রেকর্ড ভেঙেছে।  

সোনালী আঁশে ফিরেছে সুদিন। মৌসুমের প্রথম দিকে প্রতি মণ পাট বিক্রি হয়েছে এক হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা। এখন সেই পাটের মণ সাড়ে ৫ হাজার।

যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে এই সময়ে পাটের এমন দামে খুশি নন চাষিরা।  

তারা বলছেন, বেশি দামের সুবিধা পাচ্ছে মধ্যস্বত্ত্বভোগীরা। কৃষি বিভাগের হিসাব বলছে, প্রতিবছর পাটের উৎপাদন বাড়ছে। আগের তুলনায় বেশি দাম পাওয়ায় কৃষকও আগ্রহী হয়েছে চাষাবাদে। তবে এ বছর পাটের যে বাজার দর, তা অস্বাভাবিক।


হাসকিং মিল বন্ধ হচ্ছে যে কারণে

ধুনটে শিশুকে জবাই করে হত্যা

আইপিএল বেছে নেয়া সঠিক সাকিবকে বললেন হারশা ভোগলে

নিউজিল্যান্ড সফরে টাইগারদের দল ঘোষণা


রপ্তানি খাতেও বড় ভূমিকা রাখছে পাট। প্রতিবছরই পাট রফতানি বেড়েছে। যার ইতিবাচক প্রভাব পড়ছে এ অঞ্চলের রপ্তানি বাণিজ্যে।  

রপ্তানি উন্নয়ন ব্যুরো কাঁচা পাট রফতানি বন্ধ করে, পাটজাত পণ্য উৎপাদনে দক্ষ জনবল তৈরি করা গেলে এখাত থেকে আয় আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

news24bd.tv নাজিম