নয় মাসে ১১ হাজার আত্মহত্যা, সেটি কি উদ্বিগ্ন হবার মতো নয়!

নয় মাসে ১১ হাজার আত্মহত্যা, সেটি কি উদ্বিগ্ন হবার মতো নয়!

Other

নয় মাসে যদি একটি দেশে ১১ হাজার মানুষ আত্মহত্যা করে, তা হলে সেটি কি উদ্বিগ্ন হবার মতো কোনো খবর নয়! এ নিয়ে সমাজ বিজ্ঞানী, মিডিয়া, সচেতন মানুষ- সবার মধ্যে কোনো একটা প্রতিক্রিয়া হওয়ার কথা না! রাষ্ট্র কিংবা সরকারেরও তো এ নিয়ে খোঁজ খবর করার কথা।

জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২০ সময়ে বাংলাদেশের ১১ হাজার মানুষের আাত্মহত্যা করার তথ্য নিয়ে কোথাও কোনো ধরনের আলোচনা, প্রতিক্রিয়া হয়েছে বা হচ্ছে বলে টের পাওয়া যায় না। অথচ এই তথ্যটা প্রকাশ করেছে সরকারের সংস্থা। সাধারণত এইসব ক্ষেত্রে হিসেবের বাইরে বড় একটি অংশ থেকে যায়।

হয় তো এই ক্ষেত্রেও রয়ে গেছে।

আত্মহত্যার সাথে মানসিক স্বস্থ্যের সম্পর্ক আছে। ১১ হাজার মানুষের আত্মহত্যার তথ্য দেশের মানুষের মানসিক স্বাস্থ্যের হাল হকিকতের একটা বার্তা কিন্তু দেয়।   (ফেসবুক থেকে)

শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুনদেশ, কানাডা 


ধর্ষণের সময় মেয়েটির চিৎকারে গামছা দিয়ে চেপে ধরে মোশারফ

জরিমানার পরিবর্তে চুমু নেওয়ায় পুলিশ বরখাস্ত (ভিডিও)

স্ত্রীকে সৌদি পাঠিয়ে ৮ বছরের মেয়েকে নিয়মিত ধর্ষণ করে বাবা

কাদের মির্জা ও বাদল সমর্থকদের মধ্যে সংঘর্ষ


news24bd.tv / কামরুল