টানা তিন দিনের সরকারি ছুটিতে দেশ

নিজস্ব প্রতিবেদক

টানা তিন দিনের সরকারি ছুটিতে দেশ। এমন অখণ্ড অবসরে দেশের পর্যটন কেন্দ্রেগুলোতে ভিড় করেছেন ভ্রমণপিপাসুরা। পরিবার নিয়ে ঘুরছেন বিভিন্ন স্পটে।  

সমুদ্র তীরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে শুক্রবার সকাল থেকেই কক্সবাজার সৈকতে ভিড় বাড়ে পর্যটকদের।

হাজারো পর্যটকের আগমে শহরের ৫ শতাধিক হোটেল-মোটেল-গেস্ট হাউজের সব কক্ষ এখন পরিপুর্ণ। লোকে লোকারণ্য সমুদ্র সৈকত। মেরিনড্রাইভসহ পর্যটন স্পট গুলোতে মনের আনন্দে ঘুরছেন পর্যটকরা।


হাসকিং মিল বন্ধ হচ্ছে যে কারণে

ধুনটে শিশুকে জবাই করে হত্যা

আইপিএল বেছে নেয়া সঠিক সাকিবকে বললেন হারশা ভোগলে

নিউজিল্যান্ড সফরে টাইগারদের দল ঘোষণা


কমবেশি একই চিত্র দেশের অন্য পর্যটন কেন্দ্রেও।

পতেঙ্গা সমুদ্র সৈকত, কুয়াকাটা, বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতেও ঢল নেমেছে পর্যটকদের।

এদিকে, ছুটি কাটাতে বাড়ির উদ্দেশ্যে রাজধানী ছেড়েছেন অনেকে। শুক্রবার দিনভর ২১ জেলার ঘরমুখো মানুষের চাপ ছিলো মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরি ঘাটে।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক