রক্তপাত ঘটানোর ষড়যন্ত্র চলছে: কাদের মির্জা

রক্তপাত ঘটানোর ষড়যন্ত্র চলছে: কাদের মির্জা

অনলাইন ডেস্ক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, বসুরহাটে রক্তপাত ঘটানোর ষড়যন্ত্র চলছে। জনপ্রিয়তা মানুষের জন্য একটা কাল। সেটার ভুক্তভোগী আজ আমি। বড় নেতা থেকে ছোট নেতা সবাই আমার বিরোধিতা করছেন।

সব শিয়ালের এক ডাক।  

শুক্রবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বসুরহাট পৌরসভা হলরুমে উদ্ভূত কোম্পানীগঞ্জ ও বসুরহাটের পরিস্থিতি নিয়ে করণীয় ঠিক করতে দলীয় নেতাকর্মী ও তার সমর্থকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যারা অপরাজনীতির সঙ্গে জড়িত তারা কবিরহাট থেকে লোক পাঠিয়ে কোম্পানীগঞ্জে রক্তপাত করার ষড়যন্ত্র করছে। আমি একজন অসাম্প্রদায়িক ও বঙ্গবন্ধুর আদর্শের রাজনৈতিক কর্মী।

সবার মুখ বন্ধ করে ফেললেও আমি বলব। কারণ আমি ওই নেতার আদর্শের রাজনীতি করি, যে নেতা ফাঁসির কাষ্ঠে গিয়েও সত্য কথা বলতে বা আদর্শ থেকে পিছপা হননি।

এ সময় তিনি হেফাজতের প্রতি ভালোবাসার কারণ জানতে চান। তিনি বলেন, হেফাজতকে তার বিরুদ্ধে মাইজদীতে মাঠে নামানো হয়েছে কার স্বার্থে? এটার জবাবও ওবায়দুল কাদের সাহেবকে দিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

শনিবার অবস্থান ধর্মঘট থেকে পরবর্তী আন্দোলনের কর্মসূচি দেওয়ার ঘোষণা দেবেন তিনি।


ধর্ষণের সময় মেয়েটির চিৎকারে গামছা দিয়ে চেপে ধরে মোশারফ

জরিমানার পরিবর্তে চুমু নেওয়ায় পুলিশ বরখাস্ত (ভিডিও)

স্ত্রীকে সৌদি পাঠিয়ে ৮ বছরের মেয়েকে নিয়মিত ধর্ষণ করে বাবা

কাদের মির্জা ও বাদল সমর্থকদের মধ্যে সংঘর্ষ


news24bd.tv / কামরুল