আবারো আন্দোলনে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

৪৮ ঘণ্টা অতিবাহিত হলেও হামলাকারীরা গ্রেপ্তার ও তিন দফা দাবি পূরণ না হওয়ায় আবারো আন্দোলনে নেমেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিল শেষে বরিশাল- পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে তারা।  

আন্দোলনকারীদের অভিযোগ, গত মঙ্গলবার মধ্যরাতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করেনি এবং পূর্ব ঘোষিত ৩ দফা দাবির একটিও পূরণ হয় নি।

 

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা।  

এর আগে, হামলার ঘটনা মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ১০ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রেখে শিক্ষার্থীরা।


হাসকিং মিল বন্ধ হচ্ছে যে কারণে

ধুনটে শিশুকে জবাই করে হত্যা

আইপিএল বেছে নেয়া সঠিক সাকিবকে বললেন হারশা ভোগলে

নিউজিল্যান্ড সফরে টাইগারদের দল ঘোষণা


এদিকে, অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ভোলা, পটুয়াখালী, বরগুনা ও কুয়াকাটাগামী যাত্রীরা।

news24bd.tv নাজিম