উন্নয়ন প্রকল্পে ভালো কাজ করতে হবে: পরিকল্পনামন্ত্রী

উন্নয়ন প্রকল্পে ভালো কাজ করতে হবে: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, দেশের সার্বিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের টাকার কোনো অভাব নেই। আমরা টাকা বরাদ্দ দেব, সংশ্লিষ্টদের উন্নয়ন প্রকল্পে ভালো কাজ করতে হবে। কাজে গাফিলতি করা যাবে না।  

শুক্রবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সিলেট বিভাগের বৃহত্তম সেতু রানীগঞ্জ সেতুর নির্মাণ কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, একটি মহল দেশের সার্বিক উন্নয়নকে পছন্দ করে না। তারা উন্নয়ন নিয়ে নানা বিভ্রান্তি ছড়ায়। তাদের কথা কানে নেয়া যাবে না। তারা বিভ্রান্তি ছড়ায়।

তাদের কাজই এসব ছড়ানো। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নাই।  


হাসকিং মিল বন্ধ হচ্ছে যে কারণে

ধুনটে শিশুকে জবাই করে হত্যা

আইপিএল বেছে নেয়া সঠিক সাকিবকে বললেন হারশা ভোগলে

নিউজিল্যান্ড সফরে টাইগারদের দল ঘোষণা


রাণীগঞ্জ সেতু প্রসঙ্গে তিনি বলেন, আশা করছি, আগামী ডিসেম্বর মাসের মধ্যে সেতুর কাজ শেষ করে জেলা শহর সুনামগঞ্জের সঙ্গে রাজধানীর স্বল্প সময়ে সড়ক যোগাযোগ স্থাপন করা হবে।

এসময় সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

news24bd.tv নাজিম