কোকেনসহ বিজেপি নেত্রী গ্রেপ্তার

কোকেনসহ বিজেপি নেত্রী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

ভারতের ক্ষমতাসীন বিজেপির যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীকে কয়েক লাখ টাকার কোকেনসহ গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।  

শুক্রবার বিকেলে ওই বিজেপি নেত্রী ও একই দলের নেতা প্রবীর দে-কে কলকাতার নিউ আলিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।  

পুলিশ জানায়, শুক্রবার বিকালে নিউ আলিপুরের এনআর অ্যাভিনিউ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন পামেলা। গাড়িতে প্রবীর ছাড়াও ছিলেন পামেলার নিরাপত্তারক্ষীরা।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই গাড়ি আটকায়। পামেলার কাছ থেকে উদ্ধার হয়েছে ১০০ গ্রাম কোকেন।  


আন্ডারওয়ার্ল্ডে স্পর্শিয়া!

নগ্ন ভিডিও ছড়িয়ে তরুণীর দুই বিয়ে ভাঙ্গলেন ভণ্ড প্রেমিক

আন্দোলনের ভিডিও করায় দুই নারী সাংবাদিককে কারাদণ্ড

সুইমিং পুলে সৃজিত-মিথিলার ছবি ভাইরাল


পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ওই মাদকের বাজারদর কয়েক লাখ টাকা। কেন এবং কোথায় ওই মাদক নিয়ে যাওয়া হচ্ছিল, কোনো বড় চক্রের সঙ্গে পামেলারা জড়িত রয়েছেন কি-না,  এ বিষয়ে অন্য কারো যোগাযোগ রয়েছে কি-না- তা তদন্ত করে দেখা হবে।

হুগলি জেলা বিজেপি যুব মোর্চার পর্যবেক্ষক পামেলা গোস্বামী। তার বিরুদ্ধে বেআইনিভাবে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আগেও ছিল। পুলিশ বিষয়টি নিয়ে খোঁজখবর করছিল। পুলিশের কাছে খবর ছিল, প্রায় প্রতিদিনই নিউ আলিপুরে যাতায়াত করেন পামেলা গোস্বামী।

গোপন সূত্রে খবর পাওয়ার পরেই শুক্রবার নিউ আলিপুরে ফাঁদ পেতে ছিল পুলিশ। এদিনও যে তিনি যাবেন, সেটা আগে থেকেই খবর ছিল পুলিশের কাছে। পামেলা গোস্বামীর গাড়ি থামতেই পুলিশ গ্রেপ্তার করে তাকে।

পামেলা টলিউডে অভিনয় এবং মডেলিংয় ক্যারিয়ার তৈরীর সাথেই রাজনীতিতে আসেন। বিজেপির বেশ কিছু প্রথম সারির নেতার নেকনজরে আসার কারণে খুব দ্রুত পার্টিতে পদোন্নতি-ও হয় পানেসার।

এ নিয়ে এখনও বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

news24bd.tv/আলী