এই গ্রহে পরাজিত মানুষের কোন স্থান নেই

এই গ্রহে পরাজিত মানুষের কোন স্থান নেই

অনলাইন ডেস্ক

ছেলেটা আমেরিকায় পিএইচডি করছিল। ২৮ এর মতো হবে বয়েস।

দেশে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক ছিল।

আমেরিকায় যে গবেষণাগারে গবেষণা করছিল, সেখানেই আত্মহত্যা করেছে আজ।

কি এমন দুঃখ ছিল ছেলেটার?

তোমার কষ্ট কি আমার চাইতেও বেশি ছিল? 

হাজারো অবহেলা, কষ্ট সকল কিছু পেছনে ফেলে যুদ্ধ করে যাচ্ছি। নিজের যুদ্ধটা নিজেকেই করতে হয়।   

জীবন যুদ্ধে টিকে থাকাটাই সফলতা। সময়'ই সব কিছু ঠিক করে দেয়।

যারা আজকে তোমাকে মানুষ'ই মনে করেনি; সেই তারাই সময়ের পরিক্রমায় তোমার কাছে সাহায্য চাইতে আসবে। যাকে ছাড়া এখন মনে হচ্ছে একটা মুহূর্তও চলা সম্ভব না। একটা সময় তার মুখচ্ছবিও আর মনে পড়বে না।


১৪ বছরের গরুর বিশ্বরেকর্ড!

মিয়ানমারে গাড়ি নষ্টের অজুহাতে সড়ক অবরোধ

অবশেষে জনসম্মুখে কিম জং উনের স্ত্রী

শূকর ব্যবসায় অর্জিত অর্থ খেয়ে গেল উইপোকায়!


তুমি একজন কাপুরুষ। কারন তুমি যুদ্ধ'টা শেষ করতে পারোনি।

তুমি একজন পরাজিত মানুষ। কারন তুমি উঠে দাঁড়াতে পারোনি।

পৃথিবী নামক এই গ্রহে পরাজিত মানুষের কোন স্থান নেই।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক