ইরাকে ন্যাটোর আরও সাড়ে ৩ হাজার সেনা মোতায়েন

ইরাকে ন্যাটোর আরও সাড়ে ৩ হাজার সেনা মোতায়েন

অনলাইন ডেস্ক

ইরাকে আরও সাড়ে ৩ হাজারের মতো সেনা মোতায়েন করবে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো।

বৃহস্পতিবার জোটের মহাসচিব জেন্স স্টোলেনবার্গ এক সংবাদ সম্মেলনে বলেন, ইসলামিক স্টেট (আইএস) যাতে ফিরে না আসতে পারে তা নিশ্চিত করতে আমরা ইরাকে ন্যাটোর প্রশিক্ষণ কর্মকাণ্ড বাড়াব।  

প্রতিরক্ষা মন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকের দ্বিতীয় দিন পর ন্যাটো প্রধান জানান, ইরাকে তাদের মোতায়েনকৃত সেনাদের সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৪ হাজার করা হবে। ইরাকে এখনো জঙ্গি গোষ্ঠী আইএস সক্রিয় উল্লেখ করে স্টোলেনবার্গ জানান, ক্রমবর্ধমান হামলার কারণে ন্যাটো মিশনের ব্যাপ্তি বাড়ানোর গুরুত্বের কথা তুলে ধরছে।


আন্ডারওয়ার্ল্ডে স্পর্শিয়া!

নগ্ন ভিডিও ছড়িয়ে তরুণীর দুই বিয়ে ভাঙ্গলেন ভণ্ড প্রেমিক

ভেজা কাপড়ে সমুদ্রপাড়ে কার সাথে উষ্ণতা ছড়াচ্ছেন নোরা!

সুইমিং পুলে সৃজিত-মিথিলার ছবি ভাইরাল

তিনি আরও জানান, সামর্থ্য বৃদ্ধি মিশনের বিস্তৃতির জন্য জোটের পক্ষ থেকে ন্যাটোর যোদ্ধাবাহিনীর প্রয়োজনীয়তা এড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। স্টোলেনবার্গ জানান, ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীরা আফগানিস্তানে জোটের সামরিক উপস্থিতির বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি। তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে সেখানে দীর্ঘমেয়াদি রাজনৈতিক চুক্তি হয়েছে, যা আমাদের চলে আসার পথ উন্মুক্ত করবে।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক