এটিএম শামসুজ্জামানের জানাজা-দাফনের সময় ও স্থান

এটিএম শামসুজ্জামানের জানাজা-দাফনের সময় ও স্থান

অনলাইন ডেস্ক

আজ সকালে নিজ বাসায় মৃত্যুবরণ করেন বরেণ্য অভিনেতা এটিএম শাসুজ্জামান। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।  

মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে নারিন্দায় পীর সাহেবের বাড়িতে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ আসর সূত্রাপুর মসজিদে।

এরপর বরেণ্য এই অভিনেতাকে দাফন করার কথা রয়েছে জুরাইন কবরস্থানে।

এটিএম শামসুজ্জামানের ভাই হাজী সোলায়মান জামান রতন গণমাধ্যমকে জানান, আজিমপুর আর জুরাইন দুই কবরস্থানে দাফনের কথা চিন্তা করা হচ্ছে। তবে জুরাইন কবরস্থানে দাফনের সম্ভাবনাই সবচেয়ে বেশি।  

আজ সকালে এটিএম শাসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘আব্বা আর নেই।

আব্বা আর নেই। শুক্রবার বিকেলে আব্বাকে বাসায় নিয়ে আসছিলাম। উনি হাসপাতালে থাকতে চাইছিলেন না। তাই বাসায় নিয়ে আসছিলাম। আমি রাত ২টা ৩০ মিনিটে আব্বার বাসায় আসছি। ’

অভিনেতা কখন মারা গেছেন জানতে চাইলে ‘জানি না’ বলেই আবারও অঝোরে কান্নায় ভেঙে পড়েন তার মেয়ে। বাবার আত্মার শান্তির জন্য দোয়া চেয়েছেন কোয়েল।