ববি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ববি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে শিক্ষার্থীদের মানববন্ধন

Other

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর ছুরিকাঘাত ও মধ্যরাতে মেসে অতর্কিত হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সবাই সন্ত্রাসবিরোধী প্ল্যাকার্ড হাতে নিয়ে হামলাকারীদের উপযুক্ত শাস্তি দাবি করেন।


সৌদিতে আটক ইয়েমেনি তেলবাহী জাহাজ মুক্ত করতে আহ্বান

নরওয়েতে বোমারু বিমান পাঠানোয় ওয়াশিংটনকে মস্কোর হুঁশিয়ারি

অতিমারীর পর থেকে আমি আর সিরিয়াল কিসার নই: ইমরান হাশমী

খাশোগি হত্যা: গোয়েন্দা তথ্য প্রকাশ করতে যাচ্ছে আমেরিকা


মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দা মাহফুজা মিষ্টি, সাইদুল ইসলাম সাঈদ, ইমরান হোসেন, ববি’র সাবেক শিক্ষার্থী আশিকুর রহমান, হাতেম আলী কলেজের শিক্ষার্থী মারিয়া মীমসহ অনেকে।

বক্তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন তাঁরা।  

news24bd.tv/আয়শা