টেক্সাসে গুরুতর আবহাওয়া বিপর্যয়, ত্রাণ সহায়তার ঘোষণা

টেক্সাসে গুরুতর আবহাওয়া বিপর্যয়, ত্রাণ সহায়তার ঘোষণা

অনলাইন ডেস্ক

টেক্সাসের তীব্র তুষারঝড় ও আবহাওয়া বিপর্যয়কে ‘গুরুতর বিপর্যয়’ আখ্যা দিয়ে ত্রাণের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ত্রাণ কাজে যদি বাঁধা না হয় তাহলে শীঘ্রই নিজে সশরীরে টেক্সাসে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

হোয়াইট হাউসের একজন নারী মুখপাত্র জেন সাকি টেক্সাসের বিষয়ে বাইডেনের উদ্বিগ্নতার কথা নিশ্চিত করেছেন। বাইডেন টেক্সাসের হিউস্টন, অস্টিন ও ডালাসের মতো বড় শহরগুলোর মেয়রদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানান তিনি।

টেক্সাসে তাপমাত্রা স্বাভাবিক হয়েছে, বিদ্যুৎও ফিরে এসেছে। তবে এখনও এই রাজ্যের ১ কোটি ৩০ লাখ নাগরিক এখনও বিশুদ্ধ খাবার পানি পাচ্ছেন না।  


আন্ডারওয়ার্ল্ডে স্পর্শিয়া!

নগ্ন ভিডিও ছড়িয়ে তরুণীর দুই বিয়ে ভাঙ্গলেন ভণ্ড প্রেমিক

ভেজা কাপড়ে সমুদ্রপাড়ে কার সাথে উষ্ণতা ছড়াচ্ছেন নোরা!

সুইমিং পুলে সৃজিত-মিথিলার ছবি ভাইরাল


তীব্র ঠান্ডায় এখানের পানির কলে বরফ জমে পুরো রাজ্যে পানি সরবরাহ বন্ধ রয়েছে। জ্যাকসন ও মিসিসিপির প্রায় দেড় লাখ বাসিন্দা ও টেনেসের সবচেয়ে বড় কাউন্টি মেম্ফিসের প্রায় সাড়ে ৬ লাখ বাসিন্দা নতুন করে পানিসংকটে পড়েছেন।

উল্লেখ্য, ঠাণ্ডা আবহাওয়া ও তুষারঝড়ের কবলে পড়ে যুক্তরাষ্ট্রে সম্প্রতি প্রায় ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

news24bd.tv / নকিব