সুইজারল্যান্ডে মাতৃভাষা দিবসকে ঘিরে ব্যস্ত প্রবাসী বাংলাদেশিরা

সুইজারল্যান্ডে মাতৃভাষা দিবসকে ঘিরে ব্যস্ত প্রবাসী বাংলাদেশিরা

অনলাইন ডেস্ক

সুইজারল্যান্ডের জুরিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে চিত্রাঙ্কনে ব্যস্ত প্রবাসী বাংলাদেশিরা। শিশুদের দিয়ে শহীদ মিনারে চিত্রাঙ্কনের পাশাপাশি আবৃত্তি, গান,কবিতা এবং কালো ব্যাচ ধারণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এর আয়োজনে রয়েছে ‘বাংলা স্কুল জুরিখ।

সুইজারল্যান্ডে বর্তমানে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায়,ফেব্রুয়ারির শেষ পর্যন্ত লকডাউন রেখেছে দেশটির সরকার।

তাঁরপরও দেশটির ‘বাংলা স্কুল জুরিখ’ মহান ভাষা দিবসে, বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। শিশুদের দিয়ে শহীদ মিনারে চিত্রাংকন, আবৃত্তি, গান, কবিতা এবং কালো ব্যাচ ধারণ পুরো মাস জুড়ে। তবে, জুরিখের বাংলা স্কুলের উদ্যোগে,মহান ভাষা দিবস উপলক্ষে ডাউন টাউনের প্রধান সড়কে প্রস্তুত করছে বিলবোর্ডের তৈরী অস্থায়ী শহীদ মিনার। ফলে খুশি শিশু- কিশোরসহ সর্বস্তরের প্রবাসীরা।

আরও পড়ুন:


নাসিরের বউয়ের গোপন তথ্য ফাঁস, ঠকলেন নাসির (ভিডিও)

বাংলাদেশ-মালয়েশিয়ার যৌথ উদ্যোগে ভাষা শহীদদের স্মরণ

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি: পেন্টাগন

একদলীয় শাসনের জগদ্দল পাথর জনগণের কাঁধে: মির্জা ফখরুল


করোনার কারণে এবার বড় পরিসরে মহান ভাষা দিবস পালন করার সুযোগ না থাকায়, এ মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে সড়কের পাশেই শহীদ মিনার সাজাতে ব্যস্ত শিশু-কিশোর ও অভিবাবকরা।

বর্তমান পরিস্থিতির মধ্যেও, ভাষা দিবসের এ কার্যক্রমে অংশ গ্রহণ করতে পেরে খুশি তারা। মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বাংলাদেশের সময় অনুযায়ী,শিশুরা তাদের আঁকা ছবিতে,পরিবারের সবাইকে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে।

news24bd.tv আহমেদ