নিয়মিত লবঙ্গ খেলে হজম শক্তি বাড়বে দ্রুত

নিয়মিত লবঙ্গ খেলে হজম শক্তি বাড়বে দ্রুত

অনলাইন ডেস্ক

লবঙ্গ একটি উপকারি মসলা। লবঙ্গের রয়েঠছে নানাবিধ ওষধি গুণ। লবঙ্গ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এখন মহামরিকালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।

তাই লবঙ্গ খেলে তা বেশ উপকারেই লাগবে।  

নিয়মিত লবঙ্গ খেলে হজম শক্তি বাড়বে দ্রুত। কারণ, এটি পাচক রসের ক্ষরণ ঘটিয়ে হজমশক্তি বাড়াতে সাহায্য করে।

যাদের মুখে গন্ধের সমস্যা আছে, দাঁতে ব্যথা হয়, তারাও লবঙ্গ খেতে পারেন নিয়মিত।

তাতে এই সমস্যা দূর হবে।


সৌদিতে আটক ইয়েমেনি তেলবাহী জাহাজ মুক্ত করতে আহ্বান

নরওয়েতে বোমারু বিমান পাঠানোয় ওয়াশিংটনকে মস্কোর হুঁশিয়ারি

অতিমারীর পর থেকে আমি আর সিরিয়াল কিসার নই: ইমরান হাশমী

খাশোগি হত্যা: গোয়েন্দা তথ্য প্রকাশ করতে যাচ্ছে আমেরিকা


শরীরে সুগারের মাত্রা কমাতে অনেক সময় এটি সাহায্য করে। যাদের সুগারের সমস্যা আছে, তারা নিয়মিত লবঙ্গ খেলে সমস্যা অনেকটাই কমবে।

চিকিৎসকরা বলেন, যাদের হাড় দুর্বল তাদের জন্য লবঙ্গ বিশেষ উপকারী। লবঙ্গের সাহায্যে হাড়ের জোর বাড়ে।   হাড়ের সংযোগ বা জয়েন্টও শক্তিশালী হয়।

news24bd.tv/আয়শা