সাইফের বিপক্ষে বসুন্ধরা কিংসের দুর্দান্ত জয়

সাইফের বিপক্ষে বসুন্ধরা কিংসের দুর্দান্ত জয়

অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দশম রাউন্ডে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। সাইফ স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে লিগে শীর্ষস্থান আরও মজবুত করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

দলের হয়ে একটি করে গোল করেন তৌহিদুল আলম সবুজ ও রবসন রবিনহো। আর সাইফের হয়ে একমাত্র গোলটি করেন জন ওকোলি।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের ১৮তম মিনিটে জন ওকোলির গোলে এগিয়ে যায় সাইফ। তবে প্রথমার্ধেই ৪ মিনিটের ব্যবধানে দুই গোল দিয়ে লিড নেয় বসুন্ধরা কিংস।

৩৩তম মিনিটে সাইফের ভুলে গোল করেন তৌহিদুল আলম সবুজ। আর ৪ মিনিট পর ব্রাজিলিয়ান রবিনহোর দুর্দন্ত গোলে বসুন্ধরা কিংসের জয় নিশ্চিত হয়।


নাসিরের বউয়ের গোপন তথ্য ফাঁস, ঠকলেন নাসির (ভিডিও)

বাংলাদেশ-মালয়েশিয়ার যৌথ উদ্যোগে ভাষা শহীদদের স্মরণ

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি: পেন্টাগন

একদলীয় শাসনের জগদ্দল পাথর জনগণের কাঁধে: মির্জা ফখরুল


যদিও দ্বিতীয়ার্ধের শেষ দিকে সমতায় ফেরার দারুণ একটি সুযোগ পেয়েছিল সাইফ। ৮৩তম মিনিটে ফাউল থেকে পেনাল্টি পাওয়া দলটি গোল বঞ্চিত হয়। কেনেথ ইকেচুকুর শট ফিরিয়ে দেন বসুন্ধরা কিংস গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

লিগে ১০ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। আর ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে সাইফ।

news24bd.tv নাজিম