নখের হলদেভাব দূর করতে যা করতে পারেন

নখের হলদেভাব দূর করতে যা করতে পারেন

অনলাইন ডেস্ক

অনেক সময় আমাদের নখ হলুদে ভাব হয়ে যায়। নখের এই হলদে ভাব ঘরোয়া কিছু উপায়ে দূর করা সম্ভব। উপায়গুলো নিচে তুলে ধরা হলো-

লেবুর রস:

লেবুর রস নখের হলুদ দাগ তুলতে সাহায্য করে। লেবুর রসে ১০ থেকে ১৫ মিনিট নখ ভিজিয়ে রাখুন।

তারপর পানি দিয়ে নখ ধুয়ে ফেলুন। এটি কয়েক দিন করুন। দেখবেন নখের হলদে ভাব দূর হয়ে গেছে।


কাদের মির্জাকে আওয়ামী লীগের কার্যক্রম থেকে অব্যাহতি

নাসিরের প্রোফাইলে সিঙ্গেল ছবি

নাসিরের বউয়ের স্বামী দাবিদারের জিডি; কী আছে সেখানে ?


বেকিং সোডা:

নখের দাগ দূর করতে যে উপাদানগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় তার মধ্যে বেকিং সোডা অন্যতম।

১ টেবিল চামচ বেকিং সোডা, ১ বা ২ চা চামচ অলিভ ওয়েল, ১ চা চামচ লেবুর রস দিয়ে পেষ্ট তৈরি করুন। পেষ্টটি নরম ব্রাশ দিয়ে নখের ওপর ঘষুন। ৫ থেকে ১০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহে ১ বার করুন।

সাদা টুথপেস্ট:

দাঁত সাদা করার টুথপেস্ট নখের হলদে ভাব দূর করতে কার্যকর। নখের উপরে অল্প করে সাদা টুথপেস্ট লাগান। তারপর একটি ব্রাশ দিয়ে ঘষুন। কিছুক্ষণ পর কুসুম গরম পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুই তিনবার করুন। এক মাসের মধ্যে নখের দাগ দূর হয়ে যাবে।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক