রাজধানীতে হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীতে হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কমলাপুরে একটি হোটেলের রুম থেকে সেলিম শাহ (৪১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।   

আজ সন্ধ্যায় মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল ইনসাফের দ্বিতীয় তলার ২০৮ নম্বর রুমের খাটের উপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি জানান, আজ ভোরে এক নারীসহ সেলিম ওই হোটেলে উঠেন। তখন তাদের এনআইডি কার্ড চাইলে পরে দেবে বলে রুমে চলে যান। এরপর অনেক দেরি হলেও তারা নিচে না আসায় হোটেল কর্মচারীরা তার রুমে গিয়ে দরজা বাইরে থেকে ছিটকিরি লাগানো দেখে। পরে ভেতরে তাকে বিছানায় শোয়া অবস্থায় দেখে থানায় খবর দেয় তারা।

ঘটনার পর ওই নারীকে পাওয়া যায়নি। ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। তবে তার শরীরে বাহ্যিক ভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও জানান, হোটেল কর্তৃপক্ষ ওই দুজনের ছবি তুলে রেখেছিল আগেই।


নাসির ছাড়াও ৬ মাসের আরেটি 'সংসার' ছিল তামিমার!

নাসিরের বউয়ের স্বামী দাবিদারের জিডি; কী আছে সেখানে ?

নাসিরের বউয়ের গোপন তথ্য ফাঁস, ঠকলেন নাসির (ভিডিও)


এদিকে মৃত সেলিমের এক স্বজন জানান, তার বাড়ি নাটোর সদর উপজেলার  ভাবলী গ্রামে। এক ছেলের জনক সে। ছেলে, স্ত্রীসহ তার পরিবার গ্রামে থাকেন। পুলিশ সদস্য হিসেবে চাকরি করতো সে। ১৪-১৫ বছর আগে চাকরি ছেড়ে চলে আসে সেলিম। এরপর থেকে বেকার ছিলো সে। কোনো চাকরির জন্য সপ্তাহখানেক আগে সে গ্রাম থেকে ঢাকায় আসছিলো বলে জানান তিনি।

news24bd.tv নাজিম