মঙ্গলের মাটি ছুঁয়ে ছবি পাঠাতে শুরু করেছে রোভার

অনলাইন ডেস্ক

মঙ্গলের মাটি ছুঁয়ে এরিমাঝে ছবি পাঠাতে শুরু করেছে রোভার। প্রথম ছবিটি বিশ্বের মানুষের জন্য ট্যুইট করে নাসা।  

নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, রোভারটি মঙ্গলগ্রহের উপরে থাকা ব-দ্বীপের মত চেহারার একটি অংশের দুই কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবতরণ করেছে।  


রাজধানীতে হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নাসির-রাকিব ছাড়াও ৬ মাসের আরেটি 'সংসার' ছিল তামিমার!


আগামী দু বছর এই এলাকাটিতেই পারসিভেয়ারেন্স প্রাণের সন্ধান চালাবে।

এবারের মঙ্গলাভিযানের প্রধান লক্ষ্য লাল গ্রহে প্রাণের সন্ধান খুঁজে বের করা।  

নাসার বিজ্ঞানীদের অনুমান, মঙ্গলগ্রহে পাথরের যে কোনও রকম অণুজীবের অস্তিত্ব সংরক্ষণের ক্ষমতা রয়েছে।  

news24bd.tv নাজিম