ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত দেশ

Other

একুশের প্রথম প্রহর থেকে দিনব্যাপী  শ্রদ্ধাবনত চিত্তে ভাষা শহীদদের স্মরণ করবে গোটা জাতি। প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। ধুয়ে-মুছে, নানান রঙের আলপনা আর ফুলে সাজানো হয়েছে শহীদ মিনার প্রাঙ্গণ।

তিন স্তরের নিরাপত্তা পরিকল্পনা আইন শৃঙ্ক্ষলা বাহিনীর।

বসানো হয়েছে চেকপোস্ট, ওয়াচ টাওয়ার, কন্ট্রোলরুম।  

সড়ক থেকে শহীদ বেদি আলপনার রঙে রেঙেছে সমগ্র এলাকা। প্রবেশ পথের নানা রঙের ফুল, শোভা বাড়িয়েছে কয়েকগুণ। শেষ মুহূর্তের কাজে ব্যস্ত শিল্পীরা।

এবছরও শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশি গেইট দিয়ে প্রবেশ করবেন সর্বসাধারণ, বেরোবেন দোয়েল চত্ত্বর গেইট দিয়ে।


রাজধানীতে হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নাসির-রাকিব ছাড়াও ৬ মাসের আরেটি 'সংসার' ছিল তামিমার!

বিয়ে ছাড়াই যে ব্যক্তির সঙ্গে ছয় মাস সংসার করে তামিমা!


শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণে আসেন র‌্যাব মহাপরিচালক। জানান, তিন স্তরের নিরাপত্তা পরিকল্পনা কথা।

কোনো ধরণের নিরাপত্তা হুমকি নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রীও। প্রস্তুত শহীদ বেদি, শেষ নিরাপত্তা প্রস্তুতি। বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণে প্রস্তুত গোটা জাতিও।

news24bd.tv নাজিম