সাতসকালে বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬, আহত ১৫

সাতসকালে বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬, আহত ১৫

Other

বগুড়ার শেরপুরের কলেজ গেট এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

রোববার (২১ ফেব্রুয়ারি) ভোর ৫ টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর পৌর শহরে কলেজ রোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে বগুড়াগামী এসআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে বগুড়ার দিকে যাওয়ার সময় বিপরীতমুখী পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাস ও ট্রাকের সম্মুখ ভাগ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই বাস ও ট্রাকের চালকসহ ৬ জন মারা যান। আহত হন আরো ১০ জন।

ট্রাকের চালকের আসনে হেল্পার ছিল বলে জানা গেছে। নিহতদের মধ্যে বাস চালক বাবলু সাহা বাঘা (৫২) শেরপুরের গোসাইপাড়া এলাকার বাসিন্দা, অন্যদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। দুর্ঘটনার কারনে বগুড়া -ঢাকা মহাসড়কে এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।  

আরও পড়ুন:


হাত-পা বেঁধে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গিয়েছিলাম আলজাজিরা অফিসে, বলেছিলাম কথা

কোন ওয়াক্তের নামাজ কত রাকাআত?

রক্তে রাঙানো একুশ আজ


শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বানিউল আনাম বলেন যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে বিপরতী গামী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের সহকারী পুলিশ সুপার রায়হান ইবনে রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ১ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। হাইওয়ে পুলিশের তৎপরতায় দ্রুত যানবাহন চলাচল শুরু করে।

news24bd.tv আহমেদ