আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘আমার বর্ণমালা’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘আমার বর্ণমালা’

Other

বাঁচাতে হবে মাতৃভাষা। এ তাড়ানায় লড়েছিলেন ভাষা শহীদরা, লড়েছেন ভাষাসৈনিকরা। কিন্তু আদৌ কি মর্যদার আসনে অধিষ্ঠিত হতে পেরেছে বাংলা ভাষা? এমনই থিম নিয়ে এবারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নির্মাণ করা হয়েছে টেলিভিশন নাটক।

১৯৭১ মুক্তিযোদ্ধা ওদুদ মাস্টারের বাড়িতে অতর্কীত হামলা করে রাজাকাররা।

আগুন দেয় তাদের ছোট্ট বাড়িটিতে। ওহাবের হাতে বর্ণমালার বই তুলে দিয়ে আগুণে পুড়ে যায় তারা।

আরও পড়ুন:


একুশে ফেব্রুয়ারির গানটি লেখার কৃতিত্ব আমার না: আব্দুল গাফফার চৌধুরী

করোনাতেও থেমে যায়নি জাতিসংঘসহ বিশ্বে ২১ ফ্রেব্রুয়ারির কর্মসূচি

বিশ্বব্যাপী বাড়ছে বাংলা ভাষার চর্চা

সর্বস্তরে বাংলা চালুর তাগিদ


বই হাতে সে দিন ওহাব প্রতিশ্রুতি নেয় বর্ণমালাকে বাঁচাবার। কিন্তু সময়ের পরিক্রমায় তা আর হয়ে ওঠেনা।

কেনো! তারই কারণ তুলে ধরা হয় টিলিভিশন নাটক আমার বর্ণমালা-তে।

মাতৃভাষা দিবসে আয়োজিত বিশেষ এ নাটকটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মৌসুমী হামিদ, কায়েস চৌধুরী সহ আরো অনেকে।

শহীদ দিবস ২১শে ফেব্রুয়ারিতে বেসরকারি একটি টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

news24bd.tv আহমেদ