কানাডায় একুশে উদযাপন

কানাডায় একুশে উদযাপন

অনলাইন ডেস্ক

শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রধান আয়োজনটি করলেন সিটি কাউন্সিলর ব্রাড ব্রাডফোর্ড। বাংলাদেশি অধ্যূষিত বিচেস ইষ্ট ইয়র্ক এলাকার সিটি কাউন্সিলর তিনি। বাংলাদেশের শহীদ মিনারের আদলে টরন্টোয় ‘আন্তর্জাতিক মাতৃভাষা সৌধ’ নির্মানেও ব্রাড ব্রাডফোর্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো।

ফেডারেল সরকারের জননিরাপত্তা মন্ত্রী বিল ব্লেয়ার, টরন্টো সিটি মেয়র জন টরিসহ ফেডারেল এবং প্রভিন্সিয়াল সংসদের সদস্য, সিটি কাউন্সিলর, স্কুল বোর্ড ট্রাষ্টিদের অংশ গ্রহনে আয়োজিত এই অনুষ্ঠানে কানাডায় বাংলাদেশ হাই কমিশনার, টরন্টোয় বাংলাদেশের কনসাল জেনারেল,  বাংলাদেশি কমিউনিটির নেতৃস্থানীয় প্রতিনিধিরাও অংশ নেন।

কানাডীয়ান রাজনীতিকরা আগামী একুশে ডেনটনিয়া পার্কে ‘আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতি সৌধে’ এক সাথে একুশ  উদযাপনের আকাংখা ব্যক্ত করেন।


 

বাঙালির অহংকার, বাঙালির ঐতিহ্য- একুশে উদযাপনের আয়োজন করায় কাউন্সিলর ব্রাড ব্রাডফোর্ডসহ কানাডীয়ান রাজনীতিকদের ধন্যবাদ জানাই।

news24bd.tv / নকিব