সকল কর্মসূচি প্রত্যাহার করেছেন কাদের মির্জা

সকল কর্মসূচি প্রত্যাহার করেছেন কাদের মির্জা

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা সব কর্মসূচি প্রত্যাহার করেছেন।  

শনিবার রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে এ ঘোষণা দেন তিনি।

এক মিনিট ২৫ সেকেন্ডের ওই লাইভ ভিডিওতে কাদের মির্জা বলেন, নোয়াখালীর রাজনীতিতে চলমান সংকট নিরসনের সবার আস্থার শেষ ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি নেত্রীর সিদ্বান্তের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে আমার ইতঃপূর্বে ঘোষিত সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করে নিলাম।

আরও পড়ুন:


ঘুম থেকে উঠে দেখি আমার বউ নাসিরের হয়ে গেছে (ভিডিও)

সব নামফলক বাংলায় লিখতে হবে: মেয়র তাপস

বউ বিতর্কের পরেও রাতেই বিবাহোত্তর সংবর্ধনায় নাসির

১৩ বছর ধরে দেশে গণতন্ত্র নেই: ইশরাক হোসেন


একই সঙ্গে প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদেরের হস্তক্ষেপে শিগগিরই সব সমস্যার সমাধান ও কমিটিতে দলের ত্যাগী নেতাদের স্থান হবে বলেও আশা করেন তিনি।   

প্রসঙ্গত গত ১৬ জানুয়ারি বসুরহাট পৌরসভা নির্বাচনের আগ থেকে বিভিন্ন ইস্যুতে আলোচনায় আসে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা। আর এ আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ওবায়দুল কাদেরের ছোট ভাই।

news24bd.tv আহমেদ