সুনামগঞ্জে প্রথম প্রহরে শহীদদের প্রতি পরিকল্পনামন্ত্রীর শ্রদ্ধা

সুনামগঞ্জে প্রথম প্রহরে শহীদদের প্রতি পরিকল্পনামন্ত্রীর শ্রদ্ধা

Other

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহেের সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই পুষ্পস্তবক অর্পণ করেন সুনামগঞ্জ জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও জেলা আওয়ামী লীগ, যুবলীগ অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন:


ফের পুত্র সন্তানের মা হলেন কারিনা কাপুর

সকল কর্মসূচি প্রত্যাহার করেছেন কাদের মির্জা

ঘুম থেকে উঠে দেখি আমার বউ নাসিরের হয়ে গেছে (ভিডিও)

সব নামফলক বাংলায় লিখতে হবে: মেয়র তাপস


পুষ্পস্তবক অর্পণের পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মোহামদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শামস উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহামদ শরীফুল ইসলামসহ আরও অনেকে।

news24bd.tv আহমেদ