কিশোরগঞ্জে লাল-সবুজে মিশ্রনে তৈরি শহীদ মিনার

কিশোরগঞ্জে লাল-সবুজে মিশ্রনে তৈরি শহীদ মিনার

Other

মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা"। অতুল প্রসাদ সেনের এই বিখ্যাত চরন শোভা পাচ্ছে কিশোরগঞ্জের এক কৃষি জমিতে। লাল আর সবুজের মিশ্রনে তৈরি করা এই চরন ও শহীদ মিনার যেন বারবার মনে করিয়ে দিচ্ছে বাংলা আর বাংলা ভাষার প্রতি ভালোবাসার গল্প।  

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রাম।

এ গ্রামের কৃষক রুমান আলী শাহ্ নিজের এক একর ১৪ শতাংশ জায়গায় গড়ে তুলেছেন কৃষিক্লাব নামে একটি প্রতিষ্ঠান।  

এ প্রতিষ্ঠানের ভেতরে ৬ শতাংশ জায়গায় পালং শাক এবং লাল শাক দিয়ে শহীদ মিনার, বর্ণমালা ও অতুল প্রসাদ সেনের বিখ্যাত চরন। দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে এবং তরুণ প্রজন্মের কাছে দেশের ইতিহাস তুলে ধরতে এর আগেও সবজি দিয়ে দেশের মানচিত্র, জাতীয় পতাকা অংকন করেছিলেন।  


কষ্টার্জিত জয়ে অ্যাটলেটিকোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল

জেনে নিন এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণের তথ্য

অ্যাপে ইয়াবা বিক্রি!

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে নিয়োগ


দেশের গুরুত্বপূর্ণ দিবস যেমন- বিজয় দিবস, শহীদ দিবস ও স্বাধীনতা দিবস সবজি দিয়ে অংকন করে দিবসের তাৎপর্য মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছে বলে জানান এ কৃষক।

আগামী মার্চ মাসে স্বাধীনতা দিবসেও সবজি দিয়ে জাতীয় স্মৃতিসৌধ অংকন করার আগ্রহ প্রকাশ করেছেন কৃষক রুমান আলী শাহ্।

news24bd.tv / কামরুল