অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় ব্যর্থ টিকটক

অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় ব্যর্থ টিকটক

অনলাইন ডেস্ক

ব্যবহারকারীদের অধিকার সংক্রান্ত আইন লঙ্ঘন ও অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় ব্যর্থতার অভিযোগ উঠেছে জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটকের বিরুদ্ধে।

টিকটিক শিশু বা অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের গোপন অশালীন বিজ্ঞাপন ও আপত্তিকর কনটেন্ট দেখানো বন্ধ করছে না বলেও অভিযোগ তুলেছে ইউরোপিয়ান কনজিউমার ওর্গানাইজেশনের (বিইইউসি)।

বিইইউসির মহাপরিচালক মনিক গোয়েনস জানান, ছেলে-মেয়েরা টিকটক খুব পছন্দ করে কিন্তু তাদের সুরক্ষা দিতে টিকটক ব্যর্থ হয়েছে।


'শরীর আমার, সিদ্ধান্ত আমার'

শারীরিক সম্পর্কে ভাই সাহেবই আনন্দ পেয়েছেন, আপনি পান নাই?

ভেজা কাপড়ে সমুদ্রপাড়ে কার সাথে উষ্ণতা ছড়াচ্ছেন নোরা!

স্ত্রীর সাথে ভালোবাসা দিবস পালন করে পুলিশের হাতে বিবেক!


এর জন্য মাশুলও দিতে হচ্ছে অ্যাপটিকে।

আইন লঙ্ঘন করায় ইউরোপীয় ব্যবহারকারীদের সংখ্যা কমে যাচ্ছে বলে দাবি করেন তিনি।

এদিকে, এই বিষয়টি নিয়ে বিইইউসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবে বলে জানিয়েছে টিকটক। এছাড়া, ১৩ থেকে ১৬ বছর বয়সী ব্যবহারকারীদের সুরক্ষার জন্য সম্প্রতি বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে টিকটকের মুখপাত্র।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক