রকিবুলের দিকে তেড়ে গেলেন বিসিবি পরিচালক সুজন

রকিবুলের দিকে তেড়ে গেলেন বিসিবি পরিচালক সুজন

অনলাইন ডেস্ক

দুই সাবেক ক্রিকেটারের বাদানুবাদে তোলপাড় ক্রিকেট অঙ্গন। সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন কাণ্ড ঘটিয়েছেন রকিবুল হাসান ও খালেদ মাহমুদ সুজন।

বয়সে অনেক সিনিয়র রকিবুল হাসানের দিকে তেড়ে আসতে দেখা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজনকে।  

অনভিপ্রেত এমন ঘটনা ঘটেছে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে।

 সাবেকদের ক্রিকেট আনন্দে জল ঢেলে দিয়েছে এমন কাণ্ড।  

ঘটনাটি গতকালের। মাঠে খেলা চলছিলো, হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই দেখা যায় খালেদ মাহমুদ সুজন তেড়ে যাচ্ছেন আরেক সাবেক অধিনায়ক রকিবুল হাসানের দিকে।  

প্রভাবশালী এই বোর্ড পরিচালক ম্যাচটির রেফারি রকিবুলের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন।

এমন কাণ্ডে হতভম্ব উপস্থিত অনেকেই।  

দ্রুত এগিয়ে এসে অনেকেই সুজনকে থামানোর চেষ্টা করলেও লাভ হয়নি। বোর্ড পরিচালক রাগ আটকাতে না পেরে উপড়ে ফেলেন মাঠের পাশে থাকা স্পনসর প্রতিষ্ঠানের ছোট্ট ছাউনি। মুখের কথা তো চলছিলই। তবে শেষমেষ সুজনকে অবশ্য দূরে সরিয়ে নেওয়া হয়।

সাবেকদের মিলন মেলায় কেন এমনটা হলো তার সদুত্তর দিতে পারেননি কেউ।  


কষ্টার্জিত জয়ে অ্যাটলেটিকোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল

জেনে নিন এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণের তথ্য

অ্যাপে ইয়াবা বিক্রি!

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে নিয়োগ


বিষয়টি নিয়ে ম্যাচটির রেফারি রকিবুল হাসান বলেন, ‘অন্য জায়গায় খেলা নিয়ে ইয়ে হয়েছে। যেহেতু আমি টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান। আইনের মধ্যে যা আছে তা-ই। কিন্তু হ্যাঁ, আমার হতাশা লেগেছে (সুজন মারমুখী হওয়ায়), আমি হতাশ। কিন্তু এ নিয়ে আমি কথা বলব না। আমার এটা নিয়ে কিছু বলার নেই। ’

প্রসঙ্গটি নিয়ে কথা বলতে নারাজ সুজন। তিনি আজ গণমাধ্যমকে বলেন, ‘এই প্রসঙ্গে নো কমেন্টস। ’

news24bd.tv নাজিম