কুয়েতে বাংলাদেশির স্পোর্টস সপ০ উদ্বোধন

কুয়েতে বাংলাদেশির স্পোর্টস সপ০ উদ্বোধন

Other

করোনা মহামারির প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। কুয়েতে ক্ষতিগ্রস্ত অনেক প্রবাসী প্রতিনিয়ত চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর।  

বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল আব্বাসিয়া মোজাম্মাহ মার্কেটে মিনাল স্পোর্টস নামে একটি খেলার সরঞ্জামের দোকান খুলেন আকাশ আহমেদ মিলন নামে এক প্রবাসী বাংলাদেশি।

ক্ষতি কাটিয়ে নতুন ব্যবসার মাধ্যমে সফলতার প্রত্যাশায় এই উদ্যোগ।

তার দোকানে বিভিন্ন নামি দামি ব্যান্ডের ক্রিকেট সহ সকল স্পোর্টস সরঞ্জাম সুলভ মূল্যে পাওয়া যাবে, প্রবাসী বাংলাদেশিদের জন্যে থাকবে বিশেষ ছাড় বলে জানান প্রবাসী ক্ষুদ্র ব্যবসায়ী আকাশ আহমেদ মিলন।

উদ্বোধন করেন কুয়েতী নাগরিক ফয়সাল আব্দুল্লা সামারি, ড. ফাহাদ আজমি, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েতে এর সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, উপদেষ্টা সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সহ সভাপতি নাজিম উদ্দিন সহ অসংখ্য প্রবাসী।


কষ্টার্জিত জয়ে অ্যাটলেটিকোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল

জেনে নিন এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণের তথ্য

অ্যাপে ইয়াবা বিক্রি!

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে নিয়োগ


কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের অসংখ্য ক্রিকেট ক্লাব আছে। এখানে প্রায় চারশো প্রবাসী বাংলাদেশি খেলোয়াড় আছে।

এছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ অনেক দেশের অসংখ্য খেলোয়াড় খেলে থাকেন। ক্রিকেট খেলার সরঞ্জাম বিভিন্ন দেশের মালিকানাধীন সল্পসংখক দোকান থাকলেও ছিল না কোন বাংলাদেশির দোকান। এই প্রথম কোন বাংলাদেশীর স্পোর্টস সরঞ্জাম ব্যবসা শুরু করেছেন।

news24bd.tv / কামরুল