চুরির অপরাধে, বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন

চুরির অপরাধে, বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন

Other

দিনাজপুর শহরের গনেশতলায় ভোরে সঙ্গীত কলেজের গলিতে আজ রোববার একটি গোডাউন ও বাড়িতে চুরি করার সময় রবি নামের একজনকে হাতে নাতে ধরেন স্থানীয়রা। শহরের বাহাদুর বাজার এলাকার মৃত ছোটনের ছেলে মো. রবি (২৬)।

সেই অপরাধে তাকে পিটিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। উৎসুক জনতা সেই দৃশ্য দেখতে ভিড় করে সেখানে।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে সেই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।  


কষ্টার্জিত জয়ে অ্যাটলেটিকোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল

জেনে নিন এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণের তথ্য

অ্যাপে ইয়াবা বিক্রি!

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে নিয়োগ


এ ব্যাপারে কোতয়ালী থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, ফোনে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঐ ব্যাক্তিকে উদ্ধার করা হয়। তবে লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে মামলা নেওয়া হবে।

অপরদিকে সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, চুরি অপরাধে এভাবে বেধে নির্যাতন করা ঠিক হয়নি।

সাধারণ মানুষ আইন হাতে না তুলে, পুলিশের হাতে তুলে দেয়া প্রয়োজন ছিল।

news24bd.tv / কামরুল