প্রতিদিন নতুন নারী লাগত তার, পরতেন ত্রিশ দিনে ৩০ সানগ্লাস

প্রতিদিন নতুন নারী লাগত তার, পরতেন ত্রিশ দিনে ৩০ সানগ্লাস

অনলাইন ডেস্ক

পরিচয় দিতেন এসএসএফ কর্মকর্তা হিসেবে। বিভিন্ন ব্র্যান্ডের দামি হাত ঘড়ি চশমা। দামি পোশাকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।

প্রতারক বুলবুলকে এক সহযোগীসহ গণভবন এলাকা থেকে আটক করেছে শেরেবাংলা নগর থানা-পুলিশ।

পরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) হারুন উর রশিদ।

তিনি বলেন, মাসের ত্রিশ দিনে তিনি (বুলবুল) পরতেন ত্রিশটি সানগ্লাস, হাতে নামি দামি ব্র্যান্ডের ঘড়ি, পোশাকেও রাখতেন আভিজাত্যের ছাপ। কখনো পরিচয় দিতেন এসএসএফ কর্মকর্তা কখনো বা সরকারি কোনো দপ্তরের উচ্চপদস্থ কেউ।

জমিজমার বিবাদ মীমাংসা ও চাকরি দেওয়ার কথা বলে করতেন প্রতারণা।

প্রত্যেকদিন আলাদা আলাদা নারীদের সঙ্গে থাকত তার অ্যাপয়েন্টমেন্ট। বিয়ের প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা।

আরও পড়ুন: 


স্ত্রীকে সৌদি পাঠিয়ে ৮ বছরের মেয়েকে নিয়মিত ধর্ষণ করে বাবা

বন্ধুর স্ত্রীর ‘গোপন ভিডিও’ ধারণ, ভয় দেখিয়ে আটমাস ধরে ‘ধর্ষণ’

কুমিল্লাগামী বাসে দরজা-জানালা বন্ধ করে তরুণীকে ধর্ষণ!

কলাইক্ষেতে নারীর অর্ধনগ্ন মরদেহ, পাশে পাজামা-ছাতা-স্যান্ডেল

বিএনপির ৩ নেতার কাণ্ড, ধর্ষণের ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে নিয়মিত ধর্ষণ


জানানো হয়, বুলবুলের মিরপুরের পল্লবীর বাসা থেকে বিপুল পরিমাণ মোবাইল সিম কার্ড, দামি ঘড়ি, চশমা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন ব্যাংকের চেক বই ও জমির দলিল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুল তার প্রতারণার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় প্রতারণার মামলা করা হয়েছে।

news24bd.tv তৌহিদ