আল্লাহ মনে এত আনন্দ দিসে কেন কে জানে ?

আল্লাহ মনে এত আনন্দ দিসে কেন কে জানে ?

Other

আমি ঢাকা শহরে ২৫০০ স্কয়ার ফুট এর নিজের বাড়িতে বসবাস করতাম। নিজের গাড়ি নিজে চালিয়ে টুকটুক করে ঘুরে বেড়াতাম।

দামী দামী শাড়ি পরতাম। বন্ধু-বান্ধব নিয়ে হই-হুল্লোড় করে আড্ডা দিতাম।

পায়ের ওপর পা তুলে খেতাম।

এখন একটা বাড়িতে সাবলেট থাকি, ২৫০ স্কয়ার ফুট এর একটা রুমে। শেয়ারড কিচেন, শেয়ারড টয়লেট। বাসে ট্রেনে করে কাজে যাই।

গভীর রাতে হাড় কাঁপানো ঠাণ্ডায় হেঁটে হেঁটে বাসায় ফিরি। রক্ত পানি করে ইঙ্কাম করা কাকে বলে হারে হারে বুঝি।

কিন্তু এগুলা কোনো সমস্যা না।

আমার জীবনের একটাই সমস্যা। আমি জীবনেও কষ্টে থাকতে পারি না। সব সময়, সব পরিস্থিতেই মনে বিমলানন্দ।

এমনকি খুব দুঃখের কথাও মানুষকে হাসতে হাসতে বলি। এইজন্য মানুষ বোঝেই না যে ওইটা দুঃখের কথা।

এখন বুঝি এইরকম আনন্দে থাকা আমার জন্মগত স্বভাব।

ছোটবেলা কোনো অকাজ করলে আম্মা পিছে পিছে ঝাড়ু নিয়ে দাবড়ানি দিতো। আমি ভয় পাবার বদলে হাসতে হাসতে গড়ায়ে পড়ে যেতাম। হাসার কারণে মাইর আরো চারটা বেশি খাওয়া লাগতো।

news24bd.tv তৌহিদ