‘একুশ মানে মাথা নত না করা’র অর্থ বোঝেন?

ইশরাত জাহান উর্মি

‘একুশ মানে মাথা নত না করা’র অর্থ বোঝেন?

Other

আচ্ছা হুমায়ূন আজাদ বাংলাভাষার বর্ণমালাকে ক্যান ‘দুঃখীনি বাংলাভাষা’ বলেছিলেন? বলেছিলেন, "তুমি আমারই মতো শ্যামলী রূপসী?"

# আদিবাসীদের মুখের ভাষা শুনে ইয়ার্কি মারা বাঙালীরা কী ‘একুশ মানে মাথা নত না করা’র অর্থ বোঝেন? 

# এই ২১ শে ফেব্রুয়ারিতেও কি কাটুর্নিস্ট কিশোর মুক্তি পেলেন? কারা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়? 

আমাদের অতি আহ্লাদের ‘মায়ের ভাষায়’ 
বেশ্যা
খানকি
মাদারচোদ
পতিতা
গতরখাকি
ছিনাল
ছলনাময়ী 
এইসব শব্দের পুংলিঙ্গ কি হে গর্বিত বাংলাভাষী বাঙালী?  পুরুষেরা উপরের এইগুলা হয় না?  মুখরা, ঝগড়াটে, বন্ধ্যা, পোড়ামুখী এসব শব্দের পুংলিঙ্গ? 


বেতন নেই ১০ বছর

এমপি সিরাজকে ছাত্রলীগের ধাওয়া,পুলিশ ফাঁড়িতে আশ্রয়

এবার হল খোলার দাবি ইসলামি বিশ্ববিদ্যালয়ে

রাজধানীর মানিকনগরে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৭ ইউনিট


সমাজ যে চোখে নারীকে দেখে ভাষাও সেই রূপেই তৈরি হয়। আমার তাই কোনওকিছুতে আহ্লাদ হয় না। মায়ের ভাষা, মায়ের ভাষা কইরা আহ্লাদও আসে না। স্যরি।

মাই ব্যাড।

ইশরাত জাহান উর্মি, সাংবাদিক, কথাসাহিত্যিক।

(মত ভিন্ন মত বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়।

)

news24bd.tv নাজিম