জনপ্রিয় গ্রিক অভিনেতা বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার

জনপ্রিয় গ্রিক অভিনেতা বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

এক কিশোরকে একাধিকার বলাৎকারের অভিযোগে গ্রিসের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক দিমিত্রিস লিগনাদিসকে (৫৬) গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।   শনিবার (২০ ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তার করে এথেন্সের একটি পুলিশ স্টেশনে নেয়া হয়। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

এথেন্স পুলিশের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, দিমিত্রিস লিগনাদিসের বিরুদ্ধে ২০১০ সালে ১৪ বছর বয়সী এক কিশোরকে বলাৎকারের অভিযোগ পেয়েছে পুলিশ।

অভিযোগ নিয়ে এখনই জানাতে পুলিশের পক্ষ থেকে অস্বীকৃতি জানানো হয়েছে।

লিগনাদিস গ্রিসের জাতীয় থিয়েটারের সাবেক পরিচালক। চলতি মাসের শুরুতে তিনি এই পদ থেকে অব্যাহতি নেন। সেসময় তিনি জাতীয় থিয়েটারে ‘অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি এবং তথ্য ফাঁস’ করার অভিযোগ তোলেন।

তবে অভিনেতার আইনজীবী জানিয়েছেন, দিমিত্রিস লিগনাদিস ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এ ব্যাপারে আইনি লড়াই চালিয়ে যাবেন।

এক সপ্তাহ আগে দেশটিতে ছড়িয়ে পড়া মিটু আন্দোলনের অংশ হিসেবে মুখ খোলেন অলিম্পিক জয়ী সোফিয়া। তিনি কারও নাম না প্রকাশ করে অভিযোগ তোলেন- হেলেনিক সেলিং ফেডারেশনের (এইচএসএফ) একজন নির্বাহী তাকে যৌন নির্যাতন করেছেন। এরপরই দেশটির জাতীয় থিয়েটারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গোমর ফাঁস হতে শুরু করে।


খোন্দাকার ইব্রাহিম খালেদের অবস্থা সঙ্কটাপন্ন

যে কারণে ইসলাম ছেড়ে ইহুদি ধর্মে কুয়েতের নারী কণ্ঠশিল্পী (ভিডিও)

প্রেমিকের ৫ খণ্ড মরদেহের পাশে বসে ছিলেন প্রেমিকা শাহনাজ

সূরা তাওবায় কেন ‘বিসমিল্লাহ’ নেই, কি বিষয়ে সূরাটি নাযিল

কুরআন শরিফ ছিড়ে গেলে ইসলামের নির্দেশনা কি?


news24bd.tv / কামরুল