কানাডায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

কানাডায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Other

২১ শে ফেব্রুয়ারি "শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" উপলক্ষে কানাডার স্থানীয় সময় বিকাল চারটায় এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন অন্টারিও প্রাদেশিক পার্লামেন্ট সদস্য ডলি বেগম, বাংলাদেশ কানাডা পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান ন্যাথানাইল স্মিথ এমপি, কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড.খলিলুর রহমান, একুশে পদকপ্রাপ্ত কবি আসাদ চৌধুরী এবং স্বাধীনতা পদক প্রাপ্ত আব্দুস সালাম।

এর আগে কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার ড. খলিলুর রহমান।

তিনি বলেন, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনস্বীকার্য।  


খোন্দাকার ইব্রাহিম খালেদের অবস্থা সঙ্কটাপন্ন

যে কারণে ইসলাম ছেড়ে ইহুদি ধর্মে কুয়েতের নারী কণ্ঠশিল্পী (ভিডিও)

প্রেমিকের ৫ খণ্ড মরদেহের পাশে বসে ছিলেন প্রেমিকা শাহনাজ

সূরা তাওবায় কেন ‘বিসমিল্লাহ’ নেই, কি বিষয়ে সূরাটি নাযিল

কুরআন শরিফ ছিড়ে গেলে ইসলামের নির্দেশনা কি?


বঙ্গবন্ধু যেমন আমাদের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ঠিক একইভাবে তিনি কারাগারে অন্তরীণ থেকেও সক্রিয় ভাবে ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তিনি আরো বলেন, বহু সংগ্রামের মধ্যে দিয়েই একুশের পথ ধরেই আমরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করেছি।  

এ সময় বাংলাদেশ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


news24bd.tv/আয়শা