মিয়ানমারে নিহত তরুণীর শেষকৃত্যে হাজার হাজার মানুষ

মিয়ানমারে নিহত তরুণীর শেষকৃত্যে হাজার হাজার মানুষ

অনলাইন ডেস্ক

মিয়ানমারে সেনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়া তরুণী মিয়া থোয়ে থোয়ে খাইনের গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পরে বিক্ষোভ আরো উত্তাল হয়েছে। হাজার হাজার মানুষ তার শেষকৃত্যে অংশ নিয়েছে। খবর বিবিসির।

সামরিক সরকারের বিরুদ্ধে চলমান এই বিক্ষোভে এখন পর্যন্ত তিনজন মারা গেছেন।

এর মধ্যে প্রথম মৃত্যু হয় মিয়া থোয়ে থোয়ে খাইনের। বিশতম জন্মদিনের দু’দিন আগে মাথায় গুলিবিদ্ধ হন এই তরুণী। এরপর দশদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১৯ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।  

রোববার খাইনের অন্তেষ্টিক্রিয়ায় শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ রাস্তার পাশে জড়ো হয়।

এদের অনেকে তিন আঙ্গুল উঁচিয়ে স্যালুট জানায়।


খোন্দাকার ইব্রাহিম খালেদের অবস্থা সঙ্কটাপন্ন

যে কারণে ইসলাম ছেড়ে ইহুদি ধর্মে কুয়েতের নারী কণ্ঠশিল্পী (ভিডিও)

প্রেমিকের ৫ খণ্ড মরদেহের পাশে বসে ছিলেন প্রেমিকা শাহনাজ

সূরা তাওবায় কেন ‘বিসমিল্লাহ’ নেই, কি বিষয়ে সূরাটি নাযিল

কুরআন শরিফ ছিড়ে গেলে ইসলামের নির্দেশনা কি?


মিয়া থোয়ে থোয়ে খাইন একটি সুপারমার্কেটের কর্মী ছিলেন। গত ৯ ফেব্রুয়ারি বিক্ষোভকারীদের একটি সমাবেশ ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে খাইন গুলিবিদ্ধ হন। তিনি ১০ দিন লাইফ সাপোর্টে ছিলেন। গত শুক্রবার তিনি মারা যান। খাইন এখন বিক্ষোভকারীদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভে তার ছবি এখন প্রায়শই ব্যবহার করা হচ্ছে।

গত ১লা ফেব্রুয়ারি নির্বাচিত প্রতিনিধিদের আটক করে সামরিক বাহিনী মিয়ানমারের ক্ষমতা দখল করে। পরে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে সামরিক সরকার।  

news24bd.tv/আয়শা