ফিরলো ম্যানচেস্টার ইউনাইটেড

ফিরলো ম্যানচেস্টার ইউনাইটেড

অনলাইন ডেস্ক

ইংলিশ লিগে আধিপত্য বিস্তার করে খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড।   লিগে নিউক্যাসেলকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে রেড ডেভিল।

মার্কাস র‍্যাশফোর্ড স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন আলান সাঁ-মাক্সিমাঁ।

ড্যানিয়েল জেমসের গোলে ইউনাইটেড আবার এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান ব্রুনো ফের্নান্দেস।


আমার বয়ফ্রেন্ড নিয়ে আমিও মজায় আছি : নাসিরের সাবেক প্রেমিকা

নাসির প্রেমিক না আমার বন্ধু : মডেল মিম

পুরুষ নিষিদ্ধ গ্রামেও যেভাবে গর্ভবতী হন নারীরা!

বউ যেন এদিক-ওদিক ভাইগা না যায় : নাসিরের সাবেক প্রেমিকা (ভিডিও)


 

ম্যাচের ৩০ মিনিটে একক নৈপুণ্যে গোল করে ম্যানইউকে লিড এনে দেন মার্কাস রাশফোর্ড। তবে ৬ মিনিট পরেই সেইন্ট-ম্যাক্সিমিনের গোলে সমতায় ফেরে নিউক্যাসল।

ওল্ডট্র্যাফোর্ডে বিরতির পর ইউনাইটেডকে আবার এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার ড্যানিয়েল জেমস।

আর ৭৫ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পেনাল্টি গোলে জয়ের আনন্দে মাতে রেড ডেভিলসরা।

এই জয়ে ২৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠে এসেছে ওলে গানার সলশেয়ারের শিষ্যরা। দিনের অপর ম্যাচে রহিম স্টারলিংয়ের একমাত্র গোলে আর্সেনালকে হারিয়ে ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান মজবুদ করেছে ম্যানচেস্টার সিটি।

এ জয়ের পর ২৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে আবার দুই নম্বর স্থানে বসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে ম্যানচেস্টার সিটি। আর্সেনালও খেলেছে ২৫ ম্যাচ, ৩৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দশম।

news24bd.tv/আলী