বন্দুকের গুলি উপেক্ষা করে চলছে বিক্ষোভ

বন্দুকের গুলি উপেক্ষা করে চলছে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ চলছেই। সেনারা রাজপথে নেমে গুলি চালালেও বিক্ষোভকারীরা দমে যায়নি। বরং অং সান সূচি'র মুক্তি দিয়ে বেসামরিক প্রশাসন পুনর্বহাল করার দাবিতে রাজপথেই রয়েছে তারা।

এখন পর্যন্ত তিনজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

প্রধান শহর ইয়াঙ্গুনের ৪৬ বছর বয়সী সান সান মাওয়া বলেছেন, 'প্রতিজন মানুষ এই বিক্ষোভে যোগ দিচ্ছেন। আমাদেরকে ঘরের বাইরে বেরিয়ে আসতে হবে। মিয়ানমারের মতো দেশে তারিখ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজ ২২ ফেব্রুয়ারি (সোমবার) এইদিনে পূর্ববর্তী প্রজন্ম সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ করেছিল।

সেনাবাহিনী হাতে রক্ত লাগিয়ে দমন করেছিল সেই বিক্ষোভ। ' 

সামরিক জান্তার জবাব দিয়ে থেট থেট হ্লাইং (২২) বলেন, 'আমি সামরিক জান্তা চাই না। আমি চাই গণতন্ত্র। আমাদের ভবিষ্যত আমরাই রচনা করবো। বিক্ষোভে আসতে আমার মা আমাকে বাধা দেননি। তিনি শুধু বলেছেন, দেখেশুনে চলো। '


ইউনাটেড ৭৭৭ মডেলের সব বিমান চলাচল বন্ধ

উনকে নিজের প্লেনে করে বাড়ি পৌছেঁ দিতে চেয়েছিলেন ট্রাম্প

মিয়ানমারে নিহত তরুণীর শেষকৃত্যে হাজার হাজার মানুষ

কঙ্কালের গায়ে লেগে থাকা শার্ট দেখে লাশ সনাক্ত করলেন স্ত্রী


অন্যদিকে, রাষ্ট্র মালিকানাধীন টেলিভিশন এমআরটিভি বিক্ষোভকারীদেরকে আজ সোমবার বিক্ষোভের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে। এতে বলা হয়েছে, বিক্ষোভকারীরা এখন সাধারণ মানুষকে উস্কানি দিচ্ছে। বিশেষ করে টিনেজ এবং যুব সমাজকে উসকে দিয়ে সংঘাতের পথে ঠেলে দিচ্ছে। এতে প্রাণহানী ঘটতে পারে তাদের। সামরিক জান্তা জানায়, বিক্ষোভে আহত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।  

news24bd.tv / নকিব