আর দেরি না করে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দিন

আর দেরি না করে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দিন

অনলাইন ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরাও তালা ভেঙ্গে হলে প্রবেশ করেছে। বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন ও নীতিনির্ধারকদের বলবো, আর দেরি না করে হলগুলো খুলে দিন।  

অবাক কাণ্ড হলো হল না খোলার কারণ হিসেবে বলা হয়, হলে গাদাগাদি করে থাকলে করোনা ছড়াবে। আচ্ছা স্বাধীনতার ৫০ বছর পরেও কেন শিক্ষার্থীদের গাদাগাদি করে থাকতে হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য শত কোটি টাকা দিয়ে বহুতল ভবন করা হয়।

 


আমার বয়ফ্রেন্ড নিয়ে আমিও মজায় আছি : নাসিরের সাবেক প্রেমিকা

নাসির প্রেমিক না আমার বন্ধু : মডেল মিম

পুরুষ নিষিদ্ধ গ্রামেও যেভাবে গর্ভবতী হন নারীরা!

বউ যেন এদিক-ওদিক ভাইগা না যায় : নাসিরের সাবেক প্রেমিকা (ভিডিও)


আমার প্রশ্ন আগে হল দরকার নাকি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ভবন? শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের তো নিজের টাকায় বাসা ভাড়া করার ক্ষমতা আছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছেলেমেয়েদের তা নেই। তাহলে কেন আগে হল করা হয় না? আচ্ছা পাবলিক বিশ্ববিদ্যালয়ের কতো টাকা ছেলেমেয়েদের পেছনে ব্যয় হয়? এসব প্রশ্নের উত্তর জরুরী।  

তবে এই মুহুর্তে জরুরী শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা। কারণ বছরখানেক ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ।

এবার বিশ্ববিদ্যালয় দিয়েই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া শুরু হোক। জয় হোক তারুণ্যের।

শরিফুল হাসান, সিনিয়র সাংবাদিক ও উন্নয়ন কর্মী

news24bd.tv/আলী