শহীদুল্লাহ হলের তালা ভেঙে ঢাবি শিক্ষার্থীদের প্রবেশ

শহীদুল্লাহ হলের তালা ভেঙে ঢাবি শিক্ষার্থীদের প্রবেশ

অনলাইন ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের তালা ভেঙ্গে হলে প্রবেশ করেছে শিক্ষার্থীরা। হল ও ক্যাম্পাস খোলার দাবিতে তারা হলে প্রবেশ করেছে বলে জানা গেছে। এসময় অর্ধ-শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা হলে প্রবেশ করে।

শিক্ষার্থীরা জানায়, করোনা মহামারির কারণে বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও চলছে সকল শিক্ষা কার্যক্রম। শিক্ষা প্রতিষ্ঠান বাদে সকল প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান কেন খোলা নয় এমন চিন্তা থেকে তারা হলে প্রবেশ করেছে বলে তারা জানিয়েছে।  
এ বিষয়ে হলের গণিত বিভাগের শিক্ষার্থী মোনায়েম বলেন, ১২টার দিকে হলে শিক্ষার্থীরা প্রবেশ করেছে।
আমরা প্রভোস্ট স্যারের রুমের সামনে অবস্থান করছি। স্যার অনলাইন ক্লাসে আছে। স্যার ক্লাস শেষ করলেই আমরা স্যারের সাথে কথা বলবো।


ইউনাটেড ৭৭৭ মডেলের সব বিমান চলাচল বন্ধ

উনকে নিজের প্লেনে করে বাড়ি পৌছেঁ দিতে চেয়েছিলেন ট্রাম্প

মিয়ানমারে নিহত তরুণীর শেষকৃত্যে হাজার হাজার মানুষ

কঙ্কালের গায়ে লেগে থাকা শার্ট দেখে লাশ সনাক্ত করলেন স্ত্রী


এদিকে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হল খোলার দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়েও সোমবার শিক্ষার্থীরা হল খোলার দাবিতে আন্দোলন করছেন।

news24bd.tv / নকিব